মোঃ কামরুজ্জামান, ফ্রান্স : শিল্প, সাহিত্য ও সংস্কৃতির তীর্থভূমি ফ্রান্সে
প্রায় পঞ্চাশ হাজার এর অধিক বাংলাদেশী বসবাস করে। এই বসবাস শুরু হয়েছে দীর্ঘ সময় পূর্ব হইতে। ফ্রান্সের স্থানীয় প্রশাসন ও জনগোষ্ঠীর কাছে বাংলাদেশীরা ফরাসী আইনের প্রতি আনুগত্য, নিজস্ব
ভাষা ও সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য, ভিন্ন জাতিগোষ্ঠীর প্রতি সম্মান প্রদর্শন সহ বিভিন্ন
কারণে বাংলাদেশ নামটা বেশ পরিচিতি লাভ করেছে। ফ্রান্সে বাংলাদেশীদের ফরাসী প্রশাসনে
রেজিস্ট্রেশনকৃত প্রায় একশত চল্লিশ এর অধিক সংগঠন রয়েছে।
ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটিতে অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি
আছেন ফরাসী রাজনীতিতে প্রতিনিধিত্ব করা এবং জনপ্রতিনিধি হওয়ার।উদাহরণ সরূপ ফ্রান্সের
তুলুজের ফখরুল আকম সেলিম।তিনি দীর্ঘদিন যাবত বাংলাদেশীদের ব্যক্তিগতভাবে বিভিন্ন বিষয়ে
পরামর্শ বা আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে বাংলাদেশীদের ফরাসী সমাজে প্রতিষ্ঠিত
করার অবদান রেখেছেন। তুলুজে উল্লেখযোগ্য সংখ্যক ব্যবসা প্রতিষ্ঠান গড়ার পেছনে তার প্রত্যক্ষ
বা পরোক্ষভাবে অবদান রয়েছে।তিনি ফরাসী ভাষায়ও পারদর্শী, স্থানীয় প্রশাসনিক পর্যায়েও
তার পরিচিতি রয়েছে এবং দীর্ঘদিন ধরে তুলুজ এবং ইউরোপের বাংলাদেশী সংগঠনের নেতৃত্ব দিয়ে
আসিতেছেন। এই সকল ব্যক্তি ফরাসী রাজনীতিতে আসলে বা ভবিষ্যতে জনপ্রতিনিধি নির্বাচিত
হলে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হবে।পাশাপাশি ফ্রান্সে বসাসরত
বাংলাদেশীরাও বিভিন্নভাবে লাভবান সহ ভবিষ্যৎ প্রজন্ম ফ্রান্সের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার পথ খুলে যাবে।তাই এর জন্য
প্রয়োজন তুলুজে বসবাসরত বাংলাদেশীদের সম্মিলিত বা ঐক্যজোট হয়ে ফখরুল আকম সেলিমকে রাজনীতিতে
যোগদান এবং স্থানীয় বা জাতীয় নির্বাচনে প্রার্থীতা হওয়ার উদ্বুদ্ধ করা। প্রকৃত পক্ষে
বর্তমান সহ ভবিষ্যৎ প্রজন্মকে মূলধারার এ রাজনীতিতে সম্পৃক্ত রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ
প্রয়াস এর বিকল্প নেই। একইভাবে প্যারিস, লিল,
লিয়ন, বজাঞ্ছঅ এবং মারশাই সহ যেসব জায়গায় যোগ্য বাংলাদেশী রয়েছেন তাদেরকেও উদ্বুদ্ধ
করতে হবে, তাহলে অদূর ভবিষ্যতে ব্রিটেনের মত ফ্রান্সেও বাংলাদেশীরা সুনাম অর্জন করতে
পারবে।
এখন বাংলাদেশীরা স্বপ্নের দিন গুণতে শুরু দেখতে চায় যে,
কবে সেই সুদিন আসবে, যেদিন ফ্রান্সে ব্রিটেন এবং নরওয়ের মত ফ্রান্সের মূলধারার রাজনীতিতে
বাংলাদেশীরা সম্পৃক্ত হয়ে লাল সবুজের বাংলাদেশকে ফ্রান্সের ইতিহাসের সাথে সম্পৃক্ত
করবে।
Post A Comment:
0 comments: