ফ্রান্স প্রতিনিধি: বিপুল উৎসাহ ও আনন্দঘন
পরিবেশের মধ্যে দিয়ে ফ্রান্সে বসবাসরত প্রবাসী ওসমানী নগর ওয়েলফেয়ার এসোসিয়েশন
ফ্রান্সের কমিঠি গঠন করা হয়েছে।
গত ৭ই মে রোববার বিকেলে প্যারিসের গার দো নর্দের একটি
ক্যাফে হলে এ কমিঠি গঠন করা হয়। এ সময় ওসমানী নগর উপজেলার বিপুল সংখ্যক প্রবাসী তাদের
সামগ্রিক বিষয়াদি নিয়ে বিস্তর আলোচনা করেন। সংগঠনের প্রবীণ ব্যক্তিত্ব সাজিদ মোহাম্মদের
সভাপতিত্বে ও শাহ ডালিমের পরিচালনায় সাধারণ নির্বাচনী সভায় এ সময় বক্তব্য রাখেন,
বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর শিকদার,লুৎফুর রহমান,দবির আহমদ,প্রফেসর শরীফ আহমদ,সৈয়দ
জামান আহমদ,শফিক আহমদ,জুনেদ আহমদ,জয়নাল আহমদ মুরাদ ,রাসেল আহমদ , শরীফ আহমদ সেবুল,আফজাল
আহমদ,আব্দুল হাফিজ,আব্দুল ওয়াকি ,রাজু আহমদ,মুজিব আহমদ,জীবন আহমদ শাহেদ,আব্দুল হাফিজ,জীবন
আহমদ শাহেদ,শুভ্র,কৌশিক দেব,ফখরুল ইসলাম,রাজন আহমদ,রাজীব আহমদ,হাবিব আহমদ,নাহিদ আহমদ,বাবলু
মিয়া প্রমুখ।
নির্বাচনী সাধারণ সভার দ্বিতীয় পর্বে উপস্হিত সকলের সর্বসম্মত ক্রমে
মুক্তিযোদ্ধা আব্দুন নূর শিকদারকে সভাপতি, শাহ ডালিমকে সাধারণ সম্পাদক , জয়নাল আহমদ
মুরাদ ও শরীফ আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ২০১৭ - ২০১৯ সালের জন্য ৪১ সদস্য বিশিষ্ট
একটি কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিঠি ঘোষণা করা হবে।
Post A Comment:
0 comments: