ফ্রান্স প্রতিনিধি : প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের নবগঠিত কার্যনির্বাহী পর্ষদে সভাপতি নির্বাচিত হওয়ায় চ্যানেল আই ইউরোপের ফ্রান্স প্রতিনিধি সাংবাদিক এনায়েত সোহেলকে প্যারিসে সংবর্ধনা প্রদান করেছে বিয়ানীবাজার উপজেলা সমাজ কল্যাণ সমিতি ফ্রান্স।
রবিবার প্যারিসের গার দো নর্দের একটি অভিজাত ক্যাফে হলে এ সংবর্ধনা প্রদান করা হয়। বিয়ানীবাজার উপজেলা সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের সভাপতি বোরহান আলী হেলালের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিতের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপতি এডভোকেট রোমজিদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা সুনাম উদ্দিন খালিক, অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহির, প্যারিস বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবু,সাংগঠনিক সম্পাদক নয়ন মামুন,সংগঠনের উপদেষ্ঠা আব্দুর রাজ্জাক,হাজি জাহেদ,সহ সভাপতি আহমেদ খালেদ মুসা,দেলোয়ার হোসেন,বাবর আহমদ। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সুমন আহমদ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমদ, নির্বাহী সদস্য জবরুল ইসলাম চৌধুরী লিটন,অর্থ সম্পাদক নোমান উদ্দিন,প্রচার সম্পাদক জামাল আহমেদ,ক্রীড়া সম্পাদক সুমন আহমদ প্রমুখ।  
 


এ সময় বক্তারা বলেন,এনায়েত হোসেন সোহেল সাংবাদিকতা জগতের অন্যতম কলম সৈনিক।প্রায় দেড় যুগের সাংবাদিকতায় তাঁর ক্ষুরধার লেখনী ও  সত্য প্রকাশে তিনি ছিলেন সকলের দৃষ্টান্ত স্বরূপ। আর এই কারণে তিনি আজ সকলের কাছে প্রিয় । এ ধারা অব্যাহত রেখে প্রবাসে থেকেও দেশ মা মাটির কল্যানে আরো কাজ করে যাবেন।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: