মিরন নাজমুল, বার্সেলোনা : স্পেনের বার্সেলোনায় ঢাকা জেলা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বনভোজন ২০১৭ উদযাপন করেছে। গত ১ মে সোমবার মনজুয়িক পাহাড়ের মনোরম প্রাকৃতিক পরিবেশে সংগঠনের সদস্য ও কমিউনিটির অন্যান্য সংগঠনের অতিথিবৃন্দ উক্ত বনভোজনে অংশগ্রহণ করেন। সংগঠনের সভাপতি শাহ আলম স্বাধীনের পরিচালনায়, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সোহেলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত উক্ত বনভোজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গির আলম, বাংলাদেশ সমিতি বার্সেলোনার প্রধান উপদেষ্টা আলাউদ্দিন হক নেসা, সভাপতি মাহারুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক উত্তম কুমার, সুনামগঞ্জ এসোসিয়েশনের সভাপতি মনোয়ার পাশাসহ কমিউনিটির আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ।


বিকেল ৩টায় উপস্থিত অতিথিদের মাঝে প্রীতিভোজনশেষে বিভিন্ন খেলা ও বিনোদনমূলক অনুষ্ঠান পরিবেশন করা হয়। পুরুষ, মহিলা ও শিশুদের মাঝে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতাশেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। বনভোজনশেষে সংগঠনের সভাপতি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সংগঠনের সার্বিক কার্যক্রমে সফলতার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: