আমিনুল ইসলাম,কাতার প্রতিনিধিঃ কাতারের রাজধানী দোহার উম
সালাল এলাকায় মঙ্গলবার (১৬মে)সকাল স্থানীয় সময় ৮:৩০ মিনিটে আল বান্ডারীয়া কোম্পানির
সিভিল ডিফেন্সের একটি প্রজেক্টে সুইমিংপুলের কাজ করা সময় দেয়াল ধসে ৭ বাংলাদেশী আহত
হয়েছে। গুরুতর আহত ৭ জনের মধ্যে ৪ জনকে দোহা আল ওয়াকরা হামাদ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন
রয়েছে।বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বাংলাদেশ দূতাবাসে শ্রম কাউন্সেলর ড. সিরাজুল ইসলাম জানান,এই
ঘটনায় ৩ জন মারা গেছে তারা কেউ বাংলাদেশী নয়।তিনি সবার প্রতি অনুরোধ করেন যাতে কেউ
মিথ্যা বিভ্রান্তিকর খবর প্রচার না করে।
২৫০,১৫০,৮০ জন মারা গেছে এগুলোর কোন ভিক্তি
নেই বলে তিনি জানান।এ বিষয়ে যে কোন খবর জানতে দূতাবাসের সাথে যোগাযোগ করতে তিনি সবার
প্রতি অনুরোধ জানান।
Post A Comment:
0 comments: