লাবেবুর : স্পেনের
বার্সেলোনায় আগামী ২১ মে‘র বৈশাখী মেলা প্রতিহতের ঘোষণা
দিয়েছে ‘কমিউনিদাদ দে বাংলাদেশ এন কাতালোনিয়া’
নামক স্থানীয় একটি বাংলাদেশি সংগঠন।
গত ১৪ই মে বার্সেলোনার স্থানীয় একটি হলে অনুষ্ঠিত প্রতিবাদ
সভায় এ ঘোষণা দেয়া হয়। কমিউনিদাদ দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সভাপতি ফটিক মিয়ার
সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় বক্তারা বৈখাখী
মেলার নামে অপসংস্কৃতি চর্চ্চার এ আয়োজনকে প্রবাসী ভবিষ্যত প্রজন্মের জন্য ক্ষতির
উপলক্ষ হিসেবে আখ্যায়িত করেন।
বক্তারা মেলা আয়োজক সংগঠন অ্যাসোসিয়াসিয়ন কুলতুরাল ই
উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সমালোচনা করে তাদের বক্তব্যে বলেন,
প্রতিবছর বার্সেলোনার সকল সংগঠনের অংশগ্রহণ থাকলেও এবার কোন সংগঠনই অংশগ্রহণ করবে না।
ভিডিও দেখতে ক্লিক করুন :
Post A Comment:
0 comments: