লাবেবুর : স্পেনের বার্সেলোনায় আগামী ২১ মের বৈশাখী মেলা প্রতিহতের ঘোষণা  দিয়েছে কমিউনিদাদ দে বাংলাদেশ এন কাতালোনিয়ানামক স্থানীয় একটি বাংলাদেশি সংগঠন।
 গত ১৪ই মে বার্সেলোনার স্থানীয় একটি হলে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় এ ঘোষণা দেয়া হয়। কমিউনিদাদ দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সভাপতি ফটিক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত এ  প্রতিবাদ সভায় বক্তারা বৈখাখী মেলার নামে অপসংস্কৃতি চর্চ্চার এ আয়োজনকে প্রবাসী ভবিষ্যত প্রজন্মের জন্য ক্ষতির উপলক্ষ হিসেবে আখ্যায়িত করেন।
বক্তারা মেলা আয়োজক সংগঠন অ্যাসোসিয়াসিয়ন কুলতুরাল ই উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সমালোচনা করে তাদের বক্তব্যে বলেন
, প্রতিবছর বার্সেলোনার সকল সংগঠনের অংশগ্রহণ থাকলেও এবার  কোন সংগঠনই অংশগ্রহণ করবে না।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোনায়েম চৌধুরী বাবলা
,খালেদ রহমান,লুৎফুর রহমান সুমন,আমিন আলী রফিক,হাসান,রফিক উদ্দিন,ফয়ছল আহমেদ,মুজিবুর রহমান তুতা,নজরুল ইসলাম আবির প্রমূখ।

ভিডিও দেখতে ক্লিক করুন :


Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: