মোহা. আব্দুল মালেক হিমু- প্যারিস ফ্রান্স থেকে : ছুটির
দিন রোববার, আকাশে জমে থাকা ধূসর কালো মেঘ, গুড়ি গুড়ি বৃষ্টি তারপরও থেমে নেই ফ্রান্সের
উৎসব প্রিয় প্রবাসী বাঙলাদেশীরা । দুপুর হতেই আসতে শুরু করেছেন প্যারিসের জুরেস পার্কে
।
ভেদাভেদ ভুলে উত্সবের রঙে শামিল হয়েছেন বাঙ্গালীর প্রানের উৎসব বৈশাখী উত্সবে। পান্তা-ইলিশ,
শোভাযাত্রা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, ঢাক-ঢোল, নাচ-গান, ব্যানার, ফেস্টুন রং
আর উল্লাসের সব আয়োজনই ছিল উৎসবে । দুই পর্বের এ অনুষ্ঠানের প্রথমেই শুভেচ্ছা বক্তব্য
রাখেন সংগঠনের সভাপতি এমদাদুল হক স্বপন ।
এছাড়াও অনুষ্ঠানে এসে নতুন বছরের শুভেচ্ছা
জানান, বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সেরি মোহাম্মদ হজরত আলী খান। অনুষ্টানের পৃষ্ঠপোষক
ও অল ইউরোপীয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবার) মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ইনু, তুলুজ
বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশনের সভাপতি ফখরুল আকম সেলিম, ইয়থ ক্লাবের সভাপতি শরীফ আল
মোমিন, সাধারণ সম্পাদক টি.এম রেজা, ফ্রান্স
বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক সুব্রত ভট্রাচার্য শুভ, ফ্রান্স আওয়ামীলীগের
সভাপতি এম এ কাশেম, চট্টগ্রাম সমিতির সহ সভাপতি তাপস বড়ুয়া রিপন, চিত্র শিল্পি শাহাদত হোসেন, স্থপতিবিদ আবু হোসেন
জামাল, চট্টোগ্রাম সমিতির সহ সভাপতি তাপস বড়ুয়া রিপন, ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের
আহবায়ক ফয়ছল আহমদ দ্বীপ, সদস্য সচিব মাম হিমু, অধ্যাপক অপু আলম, দেবেশ বড়ুয়া, দেলওয়ার
হোসেন সেলিম, সাংস্কৃতি কর্মী হাসনাথ পলাশ সহ ফ্রান্সে সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা
।
প্রথম পর্ব পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ
আলী এবং সাংস্কৃতিক পর্ব যৌথ উপস্থাপনা করেন মুহিত আহমদ এবং নাজনীন তানিয়া । সাংস্কৃতিক
পর্বে কবিতা আবৃত্তি, দেশী সঙ্গীত ও নৃ্ত্য পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত চ্যানেল
আই সেরা কন্ঠের মামুন, ক্লোজআপ ওয়ান প্রতিযোগী শেফালী সারগাম ও প্যারিসের জনপ্রিয় শিল্পীরা। প্রবাসী বাংলাদেশীর পাশাপাশি বিপুল সংখ্যক ভিনদেশী নাগরিকরা
অনুষ্ঠানটি উপভোগ করেন।
Post A Comment:
0 comments: