নিজস্ব প্রতিবেদকঃ নির্বাচনী প্রচারণায় গিয়ে মসজিদে অর্থ
অনুদান দেয়ায় আচরণবিধি লঙ্গনের অভিযোগে বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী বর্তমান প্রশাসক তফজ্জুল
হোসেনকে শোকজ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন শনিবার আচরণবিধি
লঙ্গনের অভিযোগে তাকে শোকজ করেন। এসংক্রান্ত
একটি শোকজ নোটিশও মেয়র প্রার্থী তফজ্জুল হোসেনের কাছে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গত শুক্রবার পৌরশহরের খাসা শহীদ টিলা এলাকার দারুস
ছালাম জামে মসজিদে জুম্মার নামাজ শেষে তফজ্জুল হোসেন ওই মসজিদে ৫ হাজার টাকা দান করেন।
যা নির্বাচন (পৌরসভা) আচরণ বিধিমালা ৪ ও ২০ এর পরিপন্থি। বিধিমালা ৩১ ও ৩২ অনুয়ায়ী
কেন নির্বাচন কমিশনকে অবহিত করা হবে না, তা পত্র প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে জবাব দেয়ার
জন্য বলা হয়েছে। এব্যাপারে সহকারি রিটার্নিং কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন আচরণ বিধি
ভঙ্গের অভিযোগে তফজ্জুল হোসেনকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে বলে জানান।
Post A Comment:
0 comments: