জনপ্রিয় অনলাইন : অপু বিশ্বাসকে
বিয়ে করার কথা স্বীকার করেছেন চিত্রনায়ক শাকিব খান। এছাড়া ছেলে আব্রাহাম খান জয়ের
কথাও স্বীকার করেন তিনি। তবে টেলিভিশন চ্যানেলে হাজির হয়ে সরাসরি অনুষ্ঠানের
মাধ্যমে বিয়ে আর সন্তানের কথা বলায় অপু বিশ্বাসের প্রতি ক্ষুব্ধ হয়েছেন তিনি।
অপুর
আচরণে ক্ষুব্ধ শাকিব সংবাদ মাধ্যমকে বলেন, সন্তানের দায়িত্ব নেব। অপুর না। অপু
বিশ্বাস তাকে অসম্মান করেছেন বলেও দাবি করেন তিনি।
বিয়ের
কথা এত দিন গোপন রাখার বিষয়ে জানতে চাইলে শাকিব বলেন, ব্যক্তিগত জীবন সামনে আনতে
চাইনি। এখন সে (অপু) এনেছে। তার সব চাহিদা পূরণ করেছি। যখন বলেছে টাকা দিয়েছি।
শাকিব
খান বলেন, আব্রাহাম আমার সন্তান। সারাজীবন তার দায়িত্ব আমি নেব।
বেসরকারি
টিভি চ্যানেলকে দেয়া অপু বিশ্বাসের সাক্ষাৎকারটি দেখুন এখানে....
Post A Comment:
0 comments: