সুফিয়ান আহমদ, বিয়ানীবাজার প্রতিনিধিঃ সারাদেশে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টায় শিক্ষা বিভাগের ওয়েব সাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল অনুযায়ী বিয়ানীবাজারের মোট ১৮১ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছেন। যার মধ্যে ট্যালেন্টপুলে ৬৪ জন এবং সাধারণ ক্যাটাগরিতে ১১৭ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন।

ট্যালেন্টপুল ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের রোল নম্বর হল: ম-২২৩, ম-৩০৮, ম-৩১৬, ৫১৩, ম-৫৩৩, ম-৮৬০, ৯৪৬, ৯৪৭, ৯৬৮, ৯৬৯, ম-১৪৯১, ১৬১৩, ১৬১৪, ম- ১৬৩১, ১৯৫৪, ম-১৯৫৫, ২২৬৫, ৩৫১৪, ৩৫৯৪, ম-৩৭২০, ম-৩৭২১, ৩৭৫৪, ম-৩৯৬১, ম-৪০৫০, ম-৪০৫১, ৪২১৩, ৪৫৫০, ম-৪৫৬৩, ম-৪৫৬৫, ৪৬৫৬, ৪৮০৭, ৪৮০৭, ম-৪৯৩৩, ৫০১৫, ৫০১৭, ৫০৫২, ৫০৮৭, ৫০৮৮, ৫১১৪, ৫১৪৫, ৫১৪৬, ৫১৪৭, ৫১৪৮, ৫১৪৯, ৫১৫৩, ম-৫১৮৭, ম-৫১৮৮, ম-৫১৮৯, ম-৫১৯০, ম-৫১৯১, ম-৫১৯২, ম-৫১৯৩, ম-৫১৯৮, ম-৫১৯৯, ম-৫২২১, ৫২২২, ৫২৮৩, ৫২৮৭, ম-৫৩২৫, ম-৫৪২০, ৫৪৭০, ম-৫৫৯১ ।

সাধারণ ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের রোল নম্বর হল: ম-১১৭, ১৫৮, ম-২৬৭, ২৯৮, ম-৩০৯, ৫১৪, ৭২৫, ম-৮৬২, ম-৯৫৮, ম-৯৬০, ৯৭০, ১০৭৪, ১৩৫৫, ম-১৩৫৭, ম-১৩৫৮, ১৬১৫, ১৬১৬, ম-১৬৩২, ম-১৯৪০, ২১২৪, ম-২১৭৪, ম-২২৫৪, ২২৬৭, ২২৬৮, ২২৯৯, ২৮৪২, ম-২৮৬৫, ম-২৮৮৬, ম-৩০৯৪, ম-৩১০৮, ৩২৮৬, ৩৩৮৬, ৩৩৮৮, ৩৩৯৪, ৩৩৯৮, ৩৬৭১, ৩৬৭২, ম-৩৬৭৯, ম-৩৬৮০, ম-৩৬৮১, ম-৩৭২৫, ৩৭৫২,৩৮৩৫, ম-৪০০২, ম-৪০০৩, ম-৪২০৭, ম-৪২০৮, ৪২১৫, ৪৫৫৫, ম-৪৫৬১, ম-৪৫৬৪, ৪৬০১, ম-৪৬৯৩, ৪৭৮৩, ৪৮০৫, ৪৮০৬, ৪৮০৮, ম-৪৮৪০, ম-৪৮৪২, ম-৪৮৪৩, ৪৮৭৮, ৪৮৭৯, ৪৮৮৮, ম-৪৯২৯, ম-৪৯৩০, ম-৪৯৩৮, ৪৯৮৪, ৪৯৮৫, ম-৪৯৮৬, ম-৪৯৮৮, ৫০০৯, ম-৫০১৩, ৫০১৬, ৫০১৮, ৫০২১, ৫০৫৩, ম-৫০৫৪, ম-৫০৫৭, ৫০৮৯, ৫১৫২, ম-৫১৯৬, ম-৫১৯৭, ম-৫২১৯, ৫২২৩, ৫২২৪, ৫২২৯, ৫২৩০, ম-৫২৪৭, ৫৩১৯, ম-৫৩২৭, ম-৫৩৩৯, ৫৩৭৩, ম-৫৪৪৫, ৫৪৪৮, ৫৪৭৩, ৫৪৭৬, ৫৪৭৯, ম-৫৪৮৭, ম-৫৪৯০, ম-৫৫০০, ৫৫২৯, ৫৫৩১, ম-৫৫৬৬, ম-৫৫৬৭, ৫৫৮৫, ৫৫৯৭, ম-৫৫৯৮, ম-৫৬০০, ম-৫৬০১, ৫৬০৪ ।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: