আমিনুল ইসলাম,কাতার প্রতিনিধিঃ যথাযোগ্য মর্য়াদায় কাতারস্থ বাংলাদেশ দূতাবাসে মুজিবনগর দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে সোমবার( ১৭/৪) স্থানীয় সময় সকাল ৯টায় দূতাবাস প্রাঙ্গণে আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।

কাতার থেকে আমিনুল ইসলাম জানান,পাসপোর্ট ও ভিসা বিভাগের প্রথম সচিব নাজমুল হাসানের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ।

কোরআন তেলাওয়াতের পর  সভায় শুরুতে মহামান্য রাষ্ট্রপ্রতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান যথাক্রমে দূতাবাসের  কাউন্সিলর ও মিশন প্রধান কাজী জাবেদ ইকবাল ও প্রথম সচিব রবিউল ইসলাম ।
আলোচনা শেষে প্রদর্শন করা হয় বঙ্গবন্ধুর জীবনভিত্তিক ভিডিওচিত্র। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ মোস্তফা, বাংলাদেশ স্কুল ও কলেজের অধ্যক্ষ মো: জসীম উদ্দিন, বাংলাদেশ সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক এ.কে.এম. আমিনুল হকসহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ।
রাষ্ট্রদূত তাঁর সমাপনী ভাষণে বলেন,১৯৭১ সালের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে।আজকের দিনটি জাতীয় জীবনে অনেক গুরুত্বপূর্ণ।তাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের কর্মজীবনী অনুসরন করা উচিত বলে অবিহিত করেন।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: