জনপ্রিয় অনলাইন : আজকে বিশ্বনাথ২৪ নিউজের মাধ্যমে জানতে পারলাম হাফিজ আরব খানের নেতৃত্বে বিশ্বনাথের রামপাশা ইউনিয়নে পুরান গাঁও মাঠে ষাঁড়ের লরাইর প্রতিবাদে নকিখালী বাজারে মানববন্দন করেছেন মুসলিম গনতার উদ্দোগে।
রামপাশা ইউনিয়নের যে কোন যায়গায় এই রকম কোন অসামাজিক কাজ হলে আসা করি এই উদ্দোগ অববাহত থাকবে। এই সব ষাঁড়ের লরাই নামে যারা শান্ত একটি ইউনিয়ন  কে অসান্ত করতে চায় আমি ও তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আমি অনুরোধ করব ইউনিয়নের যত মুসলিম প্রেমিক, মুরুব্বি ,যুবক,ছাত্র,ও বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন আপনারা সবাই এই প্রতিবাদে সহযোগিতা করবেন, আমারা এক হয়ে যদি এই সব অসামাজিক কাজের বিরুদ্ধে অবস্থান নেই তাহলে পুরান গাঁও কেন রামপাশা  ইউনিয়নের কোন জায়গায়ই এইসব কাজ করতে দেওয়া হবে না। রামপাশা ইউনিয়নে অনেক সুনাম ধন্য মাদ্রাসা আছে, অনেক ইসলামি সংস্থা আছে, প্রতি বৎসর  বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে উলামায়ে কেরামগন আসেন ওয়াজ এবং তাফসীর পেশ করার জন্য। অনেক সুনাম ধন্য একটি ইউনিয়ন হছেচ রামপাশা ইউনিয়ন।  আমি রামপাশা ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান সাহেবের প্রতি আবেদন জানাচ্ছি আপনি এই ষাঁড়ের লরাই বন্দের জন্য গৃহিত উদ্দোগ গ্রহন করবেন।  
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: