মাম হিমু, প্যারিস-ফ্রান্স : নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে
ফ্রান্সের তুলুজ শহরে খ্রীস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হয়েছে ।
গত ১৬ই এপ্রিল রবিবার সকালে বিশেষ
প্রার্থনা মধ্যে দিয়ে অনুষ্ঠানের সুচনা হয় । তুলুজের একটি হলে বাংলাদেশী প্রবাসী খ্রীস্টান
এসোসিয়েশন তুলুজ এর উদ্যোগে এ ধর্মীয় উৎসবে প্রধান অতিথি ছিলেন ইটালী থেকে আগত ফাদার
বায়লেন চম্পু গং।
পরে অনুষ্ঠিত হয় মধ্যহ্ন
ভোজ, আলেচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠনের
সভাপতি জোসেফ ডমেনিক কস্তার সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন তুলুজ বাংলাদেশী কমিউনিটি
এসোসিয়েশন সভাপতি ফকরুল আকম সেলিম,
বাংলাদেশী প্রবাসী খ্রীস্টান এসোসিয়েশন তুলুজ সাধারন
সম্পাদক র্মাক রায়, উপদেষ্টা বুলবুল গমেজ, তুলুজ বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন সাধারন
সম্পাদক জাহাঙ্গীর হোসেন ।
সভা পরিচালনা করেন
ভিক্টর শেখর রোজারীও ।
সব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন
তুলুজের স্থানীয় শিল্পি মেহেদী হাসান, ক্ষমা রায়,
জেমস সহ স্থানীয় শিশু শিল্পীরা ।
Post A Comment:
0 comments: