বাহার উদ্দিন বকুল,জেদ্দা,সৌদি আরব : ১২ এপ্রিল বুধবার রাতে মক্কার হোটেলে বুরুজ আল- সুলতানে পবিত্র ওমরা হজ্জ পালনে সৌদি আরব আগমন উপলক্ষে বৃহত্তর নোয়াখালী কৃতি সন্তান  মাননীয় প্রধান মন্ত্রীর ব্যাক্তিগত সহকারী, আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা দিয়াছে, চাটখিল, সোনাইমুড়ি প্রবাসী সমাজ মক্কা।
উক্ত সংর্বধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বৃহত্তর নোয়াখালী প্রবাসী কল্যাণ সমিতির উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক সি,আই,পি, নুর মোহাম্মদ ভুঁইয়া।
আবুল বাশার বুলবুল এর পরিচালনায়
, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান মন্ত্রীর ব্যাক্তিগত সহকারী,আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথিগণের মধ্যে ছিলেন
, জাকীর হোসেন,মির্জা হেলাল উদ্দিন, সাংবাদিক নেতা এম ওয়াই আলাউদ্দিন,মিজানুর রহমান সুমন, মঈনউদ্দিন,নিজাম উদ্দিন নিজাম, রেজাউল হক চৌধুরী, ফারুক আহমেদ, ইকবাল হসেন,রুবেল হোসেন,আব্দুল মালেক,মমিনুল ইসলাম, প্রমুখ।

প্রধান  অতিথির  বক্তৃতায়  উপস্থিত  সকলকে  আন্তরিক  ধন্যবাদ  জানিয়ে  বলেনতাঁকে সংবর্ধনা  প্রদানের  জন্যে  আয়োজকদের  আন্তরিক  ধন্যবাদ  জানিয়ে তিনি  সৌদি আরবের  আইনের  প্রতি  শ্রদ্ধাশীল  থেকে  এদেশে  কাজ  করার  জন্যে  সকলের প্রতি আহ্বান  জানান।


সভাপতি তার সমাপনি বক্তব্য বলেন,এমন একটি সফল আয়োজনের জন্যে আগত সকল অতিথিদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।  এর পর সংর্বধিত অতিথিকে ক্রেস্ট ও ফুল দিয়ে সন্মনা প্রধান করা হয়।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: