জনপ্রিয় ডেস্ক : স্পেন বাংলা প্রেসক্লাবের উদ্যোগে বাংলা নতুন বর্ষকে স্বাগত জানিয়ে বৈশাখী আড্ডার আয়োজন করা হয়। স্থানীয় সময় শনিবার বিকেল ৬টায় মাদ্রিদে বাঙালি অধ্যুষিত অঞ্চল লাভাপিয়েসের বাংলা সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের সুধীজন উপস্থিত ছিলেন।


গান, কবিতা, দেশে বাংলা নববর্ষ উদযাপনের স্মৃতিকথায় আড্ডাটি আনন্দমুখর হয়ে ওঠে। স্পেন প্রবাসী শিল্পী  মঞ্জুরুল হাসান শুভর গাওয়া এবার জমবে মেলা বটতলা হাটতলা ... গান দিয়ে শুরু হয় বৈশাখী আড্ডার অনুষ্ঠান।
আড্ডায় বক্তব্য দেন স্পেন আওয়ামীলীগের সহ সভাপতি জাকির হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো: জাকির হোসেন, প্রজন্ম ৭১ এর সভাপতি রিজভী আলম, স্পেন বিএনপি‘র আহ্বায়ক কমিটির সদস্য আবু জাফর রাসেল, বাংলাদেশ এসোসিয়েশনের প্রচার সম্পাদক সায়েদ মিয়া, হবিগঞ্জ এসোসিয়েশনে সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন প্রমূখ। আড্ডার ফাকে ফাকে কবিতা ও গান পরিবেশন করেন স্পেন বাংলা প্রেসক্লাবের উপদেষ্টা মিনহাজুল আলম মামুন, রিজভী আলম, শাহিদ রহমান বাপ্পি, ইমরান খান প্রমূখ।
অনুষ্ঠানে কেক কেটে স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্য কবির আল মাহমুদের জন্মদিনও পালন করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আলম, সদস্য সাইফুল আমীন, আবু তাহের সাজু, শাহিনুর রহমান, শাহরিয়ার রহমান, আশরাফ বকসী পাবেল, আছলাম পারভেজ প্রমূখ। উপস্থিত সুধীজন বাংলা নববর্ষ বরণ করতে এমন জম্পেস আড্ডার আয়োজন করায়  স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্যদের ধন্যবাদ জানান। অনুষ্ঠান শেষে উপস্থিত সুধিজনদের আপ্যায়ন করা হয়।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: