জনপ্রিয় অনলাইন : যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে উত্তর কোরিয়া।  মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনসেনের নেতৃত্বাধীন স্ট্রাইক গ্রুপকে কোরিয় উপদ্বীপে মোতায়েন করেছে আমেরিকা।  মার্কিন এই সিদ্ধান্তের ২৪ ঘন্টার মধ্যে যুদ্ধের হুঙ্কার দিল উত্তর কোরিয়া।
শুধু তাই নয়, কার্ল ভিনসেন মোতায়েনের পর এটাই প্রথম প্রতিক্রিয়া জানানো হল উত্তর কোরিয়ার তরফে। শুধু তাই নয়, পিয়ংইয়ং কঠোর ভাবে মার্কিন স্ট্রাইক গ্রুপের উপস্থিতির নিন্দা করে।পাশাপাশি বলে, শক্তিশালী অস্ত্র দিয়ে উত্তর কোরিয়াকে রক্ষা করা হবে বলেও দাবি তাঁদের, এজন্যে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে বলেও উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে।উত্তর কোরিয়ার বিদেশমন্ত্রকের বক্তব্য দিয়ে এমনটাই জানিয়েছে উত্তর কোরিয়ান সংবাদমাধ্যম।

প্রসঙ্গতগত শনিবার কার্ল ভিনসেনের নেতৃত্বাধীন স্ট্রাইক গ্রুপকে কোরিয় উপদ্বীপের নিকটবর্তী পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরে মোতায়েনের নির্দেশ দেওয়া হয়।পরবর্তী নির্দেশ না নেওয়া পর্যন্ত কাল ভিনসেন ওই এলাকায় মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে।আর এরপরেই যুদ্ধের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: