বাহার উদ্দিন বকুল,জেদ্দা,সৌদি আরব : শাশ্বত বাংলার চিরন্তন ঐতিহ্যের ধারাবাহিকতায় পহেলা বৈশাখকে কেন্দ্র করে আগামি ৮ই বৈশাখ ১৪২৪ বঙ্গাব্দ ২১শে এপ্রিল-২০১৭ বৈশাখী উৎসবের আয়োজন করতে যাচ্ছে, বৈশিখী সামাজিক সাংস্কৃতিক সংগঠক জেদ্দা, সৌদি  আরব। বসন্তের অপরুপ সৌন্দর্যকে নিয়ে বৈশাখী মেলা প্রতিবছরের ন্যায় এবারও জেদ্দার আবহর আল নায়েফ পিকনিক স্পোর্টে উদযাপিত হবে।
২১ এপ্রিল  শুক্রবার  সকাল ৯টায় থেকে রাত ১০টা পর্যন্ত মেলায় রকমারি অনুষ্ঠান ও বৈশাখী রেলি ছেলেমেয়েদের খেলাদুলা সহ রয়েছে নানান রকমের আনন্দের জোয়ার। পাশাপাশি বিকেলের মনোরম বৈচিত্রময় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া ও থাকছে  শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠান। তা ছাড়া অন্যান্যবারের মতো থাকবে বাংলাদেশী হরেক রকমের আকর্ষনীয় খাবারের স্টল। জেদ্দার জনপ্রিয় বৈশিখী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি, জনাব, মাহফুজুর রহমান জানান, জেদ্দাতে বিগত এক যুগের ও বেশি সময় ধরে নিয়মিত বৈশাখী মেলা আয়োজন করে থাকে। বৈশিখী সামাজিক সাংস্কৃতিক সংগঠন আশা করে,বরাবরের মতো এবছরও মেলার সঙ্গে প্রবাসীদের সম্পুক্ততা অটুট থাকবে এবং মেলার পরিচালনা কমিটির মাধ্যমে মেলাটি যথারীত পরিচালিত হবে। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল, এফ,এম,বোরহান উদ্দিন।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: