নাঈম হাসান পাভেল।,সিনত্রা,পর্তুগাল থেকে : পর্তুগালের রাজধানী লিসবন সিটি কাউন্সিলের জইন্তা অ্যারিওস (Arrios) এর অ্যারিওস (Arrios) টিভিতে সংবাদ উপস্থাপক হিসেবে সম্প্রতি যোগদান করেছেন বাংলাদেশের মঈন উদ্দিন হমেদ।
তিনি পর্তুগালে স্থায়ীভাবে বসবাসের পাশাপাশি অভিবাসীদের বিভিন্ন প্রয়োজনে পরামর্শ ও সাহায্য প্রদানকারী সরকারি সংস্থা কানাই (CNAI) এর এক্সিকিউটিভ হিসেবে কর্মরত রয়েছেন। মঈন উদ্দিন হমেদ বাংলাদেশের বি-বাড়িয়া জেলার সন্তান। তিনি সম্প্রতি বাংলাদেশ থেকে ফিরেছেন। অ্যারিওস (Arrios) টিভিতে যোগদানের বিষয়ে মঈন বাংলাদেশ কমিউনিটির সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি শা করে বলেছেন সকল বাংলাদেশীরা অ্যারিওস (Arrios) টিভি নিয়মিত দেখবেন। ভিনদেশে থাকলেও সে জায়গার ভাষা ও সংস্কৃতিচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হোক ভালো উপার্জন কিংবা সম্মানজনক কোনও পেশায় চাকরির সুযোগের মাধ্যমে। নিজ ভাষা বাংলা হলেও পর্তুগিজ ভাষাতে সমান পারদর্শী মঈন পর্তুগালের বসবাসরত বাংলাদেশীদের জন্য উদহারণ হয়ে রইলেন।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: