সুফিয়ান আহমদ, বিয়ানীবাজার প্রতিনিধিঃ সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
অধ্যাপক এ.কে.এম গোলাম কিবরিয়া তাপাদার বলেছেন, শিক্ষকরা হলেন আলোকিত মানুষ গড়ার কারিগর। তাদের কারণেই একজন
মানুষ আলোকিত হন, শিক্ষিত হোন।
তাই আমাদের সকলের উচিত তাদের যথাযথ সম্মানের আসনে আসীন
করা। গতকাল শনিবার দুপুরে শতাব্দী প্রাচীন বিদ্যাপীঠ পঞ্চখন্ড হরগোবিন্দ মডেল উচ্চ
বিদ্যালয়ের অবসর গ্রহণকারী শিক্ষকবৃন্দের এক বিদায়ী সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে
এসব কথা বলে অধ্যাপক গোলাম কিবরিয়া। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাছিব জীবন’র সভাপতিত্বে এতে বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল
ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, উপজেলা
পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মজিবুর রহমান,
মাধ্যমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় শাখার সহ সভাপতি মজির উদ্দিন আনসার, উপজেলা আওয়ামীলীগের
সভাপতি আব্দুল হাছিব মনিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন, শিক্ষামন্ত্রীর
একান্ত সহকারী সচিব দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল।বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তমাল চন্দ্র
সেনের সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাথিউরা দ্বি-পাক্ষিক
উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাস, শালেশ^র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মঈন উদ্দিন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল হাই, সাবেক শিক্ষার্থী গৌছ উদ্দিন খাঁন
ও সালেহ আহমদ শাহিন। বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এ বিদায়ী সংবর্ধনায় সংবর্ধিত করা হয়,সাবেক
প্রধান শিক্ষক মোঃ আলী আহমদ ও মোঃ আব্দুর রব, সিনিয়র শিক্ষক মোঃ আব্দুর রহিম, মাওলানা
মোঃ আব্দুর রহমান, শ্রী মনোজ রঞ্জন চক্রবর্তী ও মোঃ রহুল আমীনকে।
আয়োজিত অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দুবাগ স্কুল
এন্ড কলেজের প্রধান শিক্ষক তারেক আহমদ চৌধুরী, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক জিয়া উদ্দিন আহমদ, বিয়ানীবাজার জামেয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান
শিক্ষক মোঃ জাকির হোসেন, দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লোলিত মোহন বিশ^াস,
বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা সহিব আলী, এডভোকেট
আমান উদ্দিন, সাংবাদিক সাবুল আহমদ, মাছুম আহমদ, সুফিয়ান আহমদসহ বিদ্যালয়ের বর্তমান
ও প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Post A Comment:
0 comments: