সুফিয়ান আহমদ, বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজারে জামায়াত-শিবির তিনজন কর্মীকে আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার চারখাই বাজার থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানায়।
আটককৃতরা হলো
, চারখাই আদিনাবাদ গ্রামের বাসিন্দা জামায়াত নেতা মোঃ আবু নঈম চৌধুরী (৫০), একই ইউনিয়নের বারইগ্রাম এলাকার মজির উদ্দিন (৩২) ও উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ বড়গ্রামের বাসিন্দা শিবির নেতা সাদিক হোসেন (২৭)। আটককৃতদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানার এস.আই শাফিউল ইসলাম পাঠোয়ারী বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনের মামলা (০৭/১৩-০৩-১৭) দায়ের করেছেন। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবিএম বদরুজ্জামান জানান, উপজেলার চারখাই বাজারে জামায়াত-শিবির কর্মীরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে রাতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের তিন নেতা-কর্মীকে আটক করে পুলিশ। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ (মঙ্গলবার) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: