সুফিয়ান
আহমদ,
বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজারে জামায়াত-শিবির তিনজন কর্মীকে
আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার চারখাই বাজার থেকে তাদের আটক
করা হয় বলে পুলিশ জানায়।
আটককৃতরা হলো , চারখাই আদিনাবাদ গ্রামের
বাসিন্দা জামায়াত নেতা মোঃ আবু নঈম চৌধুরী (৫০), একই ইউনিয়নের
বারইগ্রাম এলাকার মজির উদ্দিন (৩২) ও উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ বড়গ্রামের বাসিন্দা
শিবির নেতা সাদিক হোসেন (২৭)। আটককৃতদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানার এস.আই শাফিউল ইসলাম
পাঠোয়ারী বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনের মামলা (০৭/১৩-০৩-১৭) দায়ের করেছেন। মঙ্গলবার
আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে বিয়ানীবাজার থানার পুলিশ
পরিদর্শক (তদন্ত) এবিএম বদরুজ্জামান জানান, উপজেলার চারখাই
বাজারে জামায়াত-শিবির কর্মীরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে রাতে পুলিশের একটি
দল সেখানে অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের তিন নেতা-কর্মীকে আটক
করে পুলিশ। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ (মঙ্গলবার) দুপুরে আদালতের মাধ্যমে
জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments: