মোঃ কামরুজ্জামান, ফ্রান্স :
আজ বৃহস্পতিবার ফ্রান্সের গ্রাসের Alexis de Tocqueville school এ ১৭ বছরের এক ছাত্রের গুলিতে তিন শিক্ষার্থী ও প্রধান শিক্ষকসহ অন্তত ১৪ জন
আহত হয়েছে। বেলা ১২টা ৩০ ঘটিকার সময় এই ঘটনা
ঘটে । পুলিশ ১৭
বছর বয়সী হামলাকারী কিশোরকে একটি রাইফেল, একটি পিস্তল, একটি রিভলবার ও দুটি গ্রেনেডসহ গ্রেফতার করেছে ।
ফ্রান্সের শিক্ষামন্ত্রী
বলেন, ‘হামলাকারী কিশোর মানসিক
ভারসাম্যহীন এবং অস্ত্রের ব্যাপারে জানার আগ্রহী বলে এই ঘটনা ঘটতে পারে । এটা তার পাগলামির
অংশ ও হতে পারে।’
হামলার
সময় প্রধান শিক্ষকের হাতে গুলি লাগার পরও প্রধান শিক্ষক ওই হামলাকারীকে শান্ত করার
চেষ্টা করেন।এই জন্য মন্ত্রী তার ভূমিকাকে ‘নায়কোচিত’ বলে প্রশংসা করেন ।
গ্রাসের মেয়র জেরোম Viaud বলেন, তিনি যুবকের পরিবারকে চিনেন এবং ঘটনাটি গ্রাস শহরের জন্য একটি
খুব কঠিন মুহূর্ত"।
স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো
Le Roux বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং ছাত্রটিকে ঘটনার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি স্কুলে কর্মীদের অন্যান্য ছাত্রদের
রক্ষায় দ্রুত
কাজ করায়
ভূয়সী প্রশংসা
করেন।
আইন শৃঙ্খলা বাহিনী হামলাকারীর সঙ্গে আরও কেউ ছিলো বলে ধারনা করছেন,তারা সম্ভাব্য হামলাকারীদ্বয়কে খুঁজছেন ।
Post A Comment:
0 comments: