জনপ্রিয়
অনলাইন : বাংলাদেশ
ব্যাংকে আগুনে পুড়ে যাওয়া জিনিসিপত্রের মধ্যে গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্র ছিল না। তবে
বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের মহাব্যবস্থাপক ও তার ব্যক্তিগত সহকারীর চেম্বার পুরোপুরি
পুড়ে গেছে।
আজ বাংলাদেশ ব্যাংকের তদন্ত কমিটি আগুনে পুড়ে যাওয়া কক্ষ
সরে জমিন পরিদর্শন করে এ বিষয়ে আশ্বস্ত করেছেন তিন সদস্যের তদন্ত কমিটির এক সদস্য।
ওই কর্মকর্তা আরো বলেন, মহাব্যবস্থাপকদের রুমে বেশিরভাগ ক্ষেত্রেই
গুরুত্বপূর্ণ নথি থাকে না। বেশিরভাগ ক্ষেত্রেই নথি থাকে ডেস্ক অফিসারদের নিয়ন্ত্রণে।
সংশ্লিষ্ট বিভাগের মহাব্যবস্থাপক ও তার ব্যক্তিগত সহকারীর চেম্বার ছাড়া অন্য কোথাও
ক্ষতিগ্রস্ত হয়নি।
তিনি বলেন, আজ আনুমানিক রাত ৯টা ২০ মিনিটে আগুনের সূত্রপাত
হয়। তা চারদিকে ছড়িয়ে পড়ার আগেই অর্থাৎ ১০টার মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়।
বাংলাদেশ ব্যাংকের তিন সদস্যের তদন্ত কমিটিকে আগামী ২৮ মার্চের
মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে।
Post A Comment:
0 comments: