ইমদাদুর রহমান ইমদাদ,সিলেটঃ মুক্ত অধ্যয়ন, গবেষণা ও লেখালেখি
বিষয়ক সংগঠন পেন ক্লাবের উদ্যোগে সিলেট নগরীর রায়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশুতোষ
বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। মহান ভাষা আন্দোলনের মাস উপলক্ষ্যে ২৫ ফেব্রুয়ারি শনিবার
দুপুরে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি
কর্পোরেশনের সাবেক মেয়র জনাব বদর উদ্দিন আহমদ কামরান।
পেন ক্লাবের সমন্বয়ক শাবিপ্রবি
শিক্ষার্থী আসিফ আযহারের পরিচালনায় অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়নগর
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলারা বেগম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের
ম্যানেজিং কমিটির সভাপতি দীপঙ্কর চক্রবর্তী দূর্গা, বিশিষ্ট সমাজসেবক তপন মিত্র এবং
মহানগরীর ১৮ নং ওয়ার্ডের বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আব্দুল মুমিত চৌধুরী ও সাজওয়ান
আহমদ।
বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের পাশাপাশি অনুষ্ঠানে
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পেন ক্লাবের সদস্য মামুনুর রশীদ চৌধুরী, এস. এম. তানভীর
আহমদ, মিল্লাদুর রহমান মাসুম, আবু কাওসার, আব্দুল্লাহ আল লোকমান, মাহফুজুর রহমান রাসেল,
মাসুম আহমদ, সাদিকুর রহমান, উজ্জ্বল আহমদ প্রমুখ। অনুষ্ঠানে পেন ক্লাবের সদস্যদের সহযোগিতায়
বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীদের হাতে শিশুতোষ বই তোলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
Post A Comment:
0 comments: