জনপ্রিয় ডেস্ক : বিয়ানীবাজার থানায় উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক জামাল হোসেনকে মুক্তির দাবি জানিয়েছে কাতালোনিয়া আওয়ামীলীগের নেতা কর্মীরা । ছাত্রলীগের সাবেক আহবায়ক জামাল হোসেন একজন বিশ্বস্হ স্হানীয় নেতা রাজনৈতিক কৌশল ব্যবহার করার জন্য তার উপর মিথ্যা মামলা দায়ের করা হয়েছে আমরা   সরকারের কাছে  আকুল আবেদন মামলা সঠিক তদন্ত করে জামাল হোসেনকে নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি ।এ সময় উপস্হিত ছিলেন, কাতালোনিয়া যুবলীগের সভাপতি আমির হোসেন আমু,খালেদ রহমান,শিমুল চৌধুরী,সুমন,রফিক প্রমুখ ।

এদিকে প্রতিনিধি সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার নিজু হত্যা মামলার শুনানি ও অন্য আরেকটি মামলায় হাজির হওয়ার কথা ছিল জামাল হোসেনের। কিন্তু এর আগেই গোপন সংবাদের ভিত্তিতে তাকে সিলেট আদালতপাড়ার নির্দিষ্ট সীমানার বাইরে পেয়ে গ্রেফতার করে র‌্যাব-০৯। তবে এবিষয়ে কিছুই জানেন না বলে জানিয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী জানান, জামাল হোসেন যদি গ্রেফতার হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই র‌্যাবের হেফাজতে আছেন। এবিষয়ে তিনি কিছু জানেন না জানিয়ে বলেন, এখনো তাকে আমাদের কাছে হস্তান্তর করা হয় নি। অপরদিকে জামাল হোসেনকে গ্রেফতারের খবরে সন্ধ্যার পর বিয়ানীবাজার পৌরশহরের এক বিক্ষোভ মিছিল করেছে জামাল হোসেনর অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীরা।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: