লায়বুর খাঁন : সভাপতি পদে মনোয়ার পাশা(গোলাপ ফুল প্রতিক ) ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রার্থী ছিলেন কবির উদ্দিন (চেয়ার প্রতিক ) ১৬৯ভোট ,সাধারন সম্পাদক পদে নজরুল ইসলাম আবির (বাই সাইকেল প্রতিক )  ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রার্থী ছিলেন হারুন রশিদ (আনারস প্রতিক) ১৬৫ ভোট,সাংগঠনিক সম্পাদক পদে কামাল মিয়া (আম প্রতিক)   ১৮১ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন  তার নিকটতম প্রার্থী ছিলেন স্বপন (দেয়াল ঘড়ি প্রতিক ) ১৬১ ভোট,  অর্থসম্পাদক পদে আশিদুর রহমান (মই প্রতিক )  ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন  তার নিকটতম প্রার্থী ছিলেন নজরুল ইসলাম (মোবাইল প্রতিক) ১৫০ ভোট । মোট ভোট কাষ্ট হয়েছে ৩৫২ । বাতিল হয়েছে ৪৫ ভোট ।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: