সেলিম আলম ,মাদ্রিদ :
প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশের মুক্তিযুদ্বের প্রকৃত ইতিহাস তুলে ধরা
এবং জাতীয় দিবস গুলোর সাথে পরিচয় ও এই দিনের তাৎপর্য বিশ্লেষণের মাধ্যমে তাদের মধ্যে
দেশপ্রেম গড়ে তুলা সকল প্রবাসী বাংলাদেশীর ই উচিৎ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ
এসোসিয়েশন ইন স্পেন কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ও পুরস্কার বিতরনী অনুষ্টানে বক্তারা এ কথা বলেন।
গত ২৬ মার্চ মাদ্রিস্হ অবস্থিত সংগঠনের
হল রুমে প্রচুর সংখ্যক
শিশু কিশোর ও কমিউনিটি ব্যক্তিত্বের উপস্তিতিতে অনুষ্টিত এ অনুষ্টানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি এনায়েতুল
কারিম । সাধারন সম্পাদক কামরুজ্জামান সুন্দরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর নাবিদ শাফি উল্লাহ, সহ সভাপতি
জাকির হুসেন, দুলাল শাফা,এ কে এম জহির, এ কে মাসুক,সৈয়দ মাসুদুর রহমান, মানিক মিয়া,
সহ সাধারন সম্পাদক রিজবী আলম, হেমায়েত খান, আবুল কাসেম মুকুল ,
ডালিম ব্যপারী , ফখরুল
হাসান, মোরাদ হুসেন, আবুবক্কর তানিম, ফয়জুর রহমান, সাংবাদিক বকুল খান , ইসলাম উদ্দিন
পঙ্কি , আবুল হুসেন, মহিলা সদস্যা শামিমা আক্তার , সুহেলী শারমিন ও জ্যোৎস্না বেগম
প্রমুখ। সাধারন সম্পাদক কামরুজ্জামান সুন্দর উপস্থিত অবিভাবক দের ধন্যবাদ জানিয়ে বলেন
আগামীতে এ রকম অনুষ্টানের ধারাবাহিকতা অব্যাহত রেখে প্রবাসে ভেড়ে ওটা ভবিষৎ
প্রজন্মদের দেশের প্রতি আগ্রহ জন্মাতে কাজ করে যাওয়ার জন্য
বাংলাদেশ এসোসিয়েশনকে সন্মিলিত ভাবে সার্বিক সহযোগীতা করতে হবে।
এ সময় কমিউনিটি নেতৃবৃন্দের
মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক মিনহাজুল আলম মামুন,স্পেন বাংলা
প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ, জিদ্দি চৌধুরী ,আব্দুল কাইয়ুম সেলিম, নুর মিয়া
সহ অনেকে ।
অনুষ্টানের
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল হাশেম
মেম্বার।
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments: