সুফিয়ান আহমদ, বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় মেয়র প্রার্থী আবু নাসের পিন্টু স্থানীয় সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার পর থেকেই মায়ের দোয়া নিয়ে নির্বাচনী যাত্রা শুরু করেছি। আমি নির্বাচিত হলে একটি মাষ্টারপ্ল্যান নিয়ে কাজ করবো। বিয়ানীবাজার পৌরসভার অনেক সমস্যা রয়েছে, তা সমাধানে সবাইকে এক সাথে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে এর সমাধান করবো। বিএনপি মনোনীত এ মেয়র প্রার্থী আরো বলেন, নির্বাচিত হলে পৌরসভার পরিবেশের উন্নতি এবং ছিন্নমূল শিশুসহ সব পর্যায়ে শিশু কিশোরদের সু-শিক্ষা নিশ্চিত করবেন। শনিবার রাত সাড়ে ৮টায় বিয়ানীবাজার পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

 সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, বাংলা টিভি’র বিয়ানীবাজার প্রতিনিধি আব্দুল ওয়াদুদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিলাদ মোঃ জয়নুল ইসলাম, সমকাল প্রতিনিধি আহমেদ ফয়সাল, সংবাদ প্রতিনিধি শাবুল আহমেদ, আমাদের সময় প্রতিনিধি ছাদেক আহমদ আজাদ, সিলেটের মানচিত্র প্রতিনিধি শাহীন আলম হৃদয়, শ্যামল সিলেট প্রতিনিধি সুফিয়ান আহমদ, যুগভেরী প্রতিনিধি শিপার আহমদ, সিলেট সুরমা প্রতিনিধি মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: