জনপ্রিয়
অনলাইন : যদি
পৃথিবীর অন্যান্য দেশে ঘুরতে যান, তো আপনার পাসপোর্টের শক্তিমত্তার ওপর নির্ভর
করবে কতটা সুবিধা পাবেন। কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী তা বের করতে গবেষণা
চালানো হয়। সাধারণত ১৭৬টি দেশের মধ্যে কতগুলো দেশে প্রবেশের জন্য ভিসা লাগে না,
তার ওপর নির্ভর করে পাসপোর্টের শক্তি দেখা হয়।
১২তম বার্ষিকী সংস্করণ
প্রস্তুত করেছে হেনলে অ্যান্ড পার্টনার্স ভিসা রেস্ট্রিকশন ইনডেক্স। এই তালিকা
করতে যোগ হয়েছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)। তারা এ
বছরের জন্য বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী পাসপোর্টের তালিকা প্রস্তুত করেছে। এ বছর নিয়ে
টানা চতুর্থবারের মতো তালিকার শীর্ষস্থান দখলে রেখেছে জার্মানি। অন্যান্য বারের
মতোই রয়েছে এ তালিকা। শুধু পরিবর্তন এসেছে ব্রিটিশ পাসপোর্টে। এটা গতবারের তৃতীয়
স্থান থেকে এ বছর চতুর্থ স্থানে নেমে এসেছে। আবার ২০১৩-২০১৫ সাল পর্যন্ত ব্রিটেন
কিন্তু জার্মানির সঙ্গে যৌথভাবে প্রথম স্থান দখল করে ছিল।
এখানে দেখে নিন, বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পাসপোর্টের
সেরা দশের কথা।
১. জার্মানি
২. সুইডেন
৩. ডেনমার্ক, ফিনল্যান্ড ইতালি, স্পেন, আমেরিকা
৪. অস্ট্রিয়া, বেলজিয়াম, ফ্রান্স, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, সিঙ্গাপুর, ব্রিটেন
৫. আয়ারল্যান্ড, জাপান, নিউ জিল্যান্ড
৬. কানাডা, গ্রিস, পর্তুগাল, সুইজারল্যান্ড
৭. অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া
৮. আইসল্যান্ড
৯. চেক রিপাবলিক
১০. হাঙ্গেরি, মাল্টা।
২. সুইডেন
৩. ডেনমার্ক, ফিনল্যান্ড ইতালি, স্পেন, আমেরিকা
৪. অস্ট্রিয়া, বেলজিয়াম, ফ্রান্স, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, সিঙ্গাপুর, ব্রিটেন
৫. আয়ারল্যান্ড, জাপান, নিউ জিল্যান্ড
৬. কানাডা, গ্রিস, পর্তুগাল, সুইজারল্যান্ড
৭. অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া
৮. আইসল্যান্ড
৯. চেক রিপাবলিক
১০. হাঙ্গেরি, মাল্টা।
সূত্র: এমিরাটস
Post A Comment:
0 comments: