নাঈম হাসান পাভেল,সিনত্রা,পর্তুগাল : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে
পর্তুগালের দ্বিতীয় বৃহত্তর শহর পর্তোতে বসবাসরত বাংলাদেশীরা আয়োজন
করতে যাচ্ছে এক প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট।
পর্তোর প্যাভিলিয়াও
ব্যাডমিন্টন ভ্যেনু'তে ২৫ শে মার্চ শুরু হওয়ার কথা রয়েছে টুর্নামেন্টটির। সন্ধা ৭:৩০
মিনিটে শুরু হয়ে ফাইনাল খেলা সহ একইদিনে টুর্নামেন্টটির সব খেলা শেষ হবে।
টুর্নামেন্টে মোট ১২ টি দল অংশ নেয়ার ব্যাপারে চুড়ান্ত করা হয়েছে। বাংলাদেশ
কমিউনিটি অব পোর্তোর আয়োজনে টুর্নামেন্টটি পরিচালনায়
থাকবেন মাহিন, মাসুদ, রাহুল, শামীম,ইমন প্রমুখ। ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজনের
পাশাপাশি স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে পর্তোর রুয়া দ্যা সা সড়কে নির্মিত
পর্তুগালের দ্বিতীয় স্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে একাত্তরের শহীদদের শ্রদ্ধা নিবেদন
করবেন বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর নেতৃবৃন্দ। ২৮ মার্চ স্থানীয়
সময় মঙ্গলবার ৭:৩০ মিনিটে পোর্তোর ব্লাস্মাও রেস্টুরেন্টে ব্যাডমিন্টন
টুর্নামেন্টের পুরস্কার বিতরণী ও মহান স্বাধীনতা দিবসের আলোচনা এবং ডিনারের আয়োজন
করেছে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো। সেখানে পর্তুগালের রাজনৈতিক ব্যাক্তিত্ব ও
স্থানীয় সিটি কাউন্সিলের ব্যাক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটি
অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজল।
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments: