নাঈম হাসান পাভেল,কোপেনহেগেন,ডেনমার্ক থেকে: বাঙ্গালি জাতির ইতিহাসে এক নৃশংস, ভয়ঙ্কর ও বিভীষিকাময় কালরাত্রির নাম ২৫ মার্চ।
মানবসভ্যতার ইতিহাসে এক কলঙ্কিতদিন। একাত্তরের অগ্নিঝরা ২৫ শে মার্চে বাঙ্গালি জাতি তথা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল পাকিস্তানি জারজ বাহিনীর ইতিহাসের জঘন্যতম নৃশংসতা। তাই ১৯৭১ সালের ২৫শে মার্চের কথা স্বরণ করতে গিয়ে অনেকেই ওই দিনকে নানাভাবে সঙ্গায়িত করেন। কারণ ২৫শে মার্চের কালোরাতে পাকিস্তানি বাহিনীর অতর্কিত নিরস্ত্র-নিরীহ বাঙ্গালি নিধনযজ্ঞ ইতিহাসের সর্বকালের ঘৃণিত বর্বর সেই ঘটনা জও বাঙ্গালিদের মনে তীব্র প্রতিশোধ স্পৃহার জন্ম দেয়। দিনটির বিভীষিকাময় ইতিহাস বাঙ্গালীদের জও প্রতিটি মুহুর্তে পীড়া দেয়, কলঙ্কময় এদিনটির কথা মনে করে সকল বাংলাদেশীদের হৃদয়ে সর্বদা রক্তক্ষরিত হলেও এদিসবটি এখনো বিশ্ববাসীর অনেকের কাছে অজানা।
র সে লক্ষ্যে দিবসটিকে ন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি দিতে জেগেছেন বিশ্বব্যাপী বাংলাদেশীরা। জাগরণের শুরু ডেনমার্ক প্রবাসী বাংলাদেশীদের মাধ্যমে। ২৫ শে মার্চকে ঘিরে এজন্য ডেনমার্ক প্রবাসী বাংলাদেশীরা গ্রহণ করেছেন বিভিন্ন কর্মসূচির। ইতিমধ্যেই বাংলাদেশের জাতীয় সংসদে ২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস পালন করার জন্য বিল পাশ করা হয়েছে। র সে সুত্র ধরে ২৫ শে মার্চ'কে আন্তর্জাতিক গণহত্যা দিবস এর আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের জন্য ডেনমার্ক পার্লামেন্ট এর স্পীকার পিয়া কারসগার্ড বরাবর স্মরকলিপি প্রদান এবং গণহত্যা এর নিহত সকল শহীদের স্মরণে ডেনমার্ক পার্লামেন্ট ভবনের সামনে সন্ধ্যা ৬ টায় মোমবাতি প্রজ্জলন করার উদ্যোগ নেয়া হয়েছে। অার এই মহতী উদ্যোগটি এসেছে ডেনমার্ক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ঘাতক দালাল নির্মূল কমিটিসহ যৌথভাবে এসকল আয়োজনগুলো হাতে নিয়েছে। ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু ও সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, ডেনমার্ক যুবলীগ সভাপতি জামিল আখতার কামরুল ও সাধারণ সম্পাদক আমির জীবন, ডেনমার্ক ছাত্রলীগ সভাপতি ইফতেখার সম্রাট ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম, ঘাতক দালাল নির্মূল কমিটি ডেনমার্ক এর সদস্য সচিব মোতালেব ভূঁইয়া এক যৌথ বিবৃতিতে আগামী ২৫ শে মার্চ শহীদের স্মরণে মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ডেনমার্কে বসবাসরত সকল বাংলাদেশীদের অনুরোধ জানিয়েছেন।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: