সাইফুল আমীন,মাদ্রিদ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিঠির সাংগঠনিক সম্পাদক বাকশালী অবৈদ সরকারের আতংক জননেতা  এম ইলিয়াস আলী ও সংগ্রামী ছাত্র নেতা দিনার সহ অবৈদ সরকার কর্তৃক গুম হয়া সকল নেত্রীবৃন্দ কে তাদের পরিবারের কাছে  সুস্হ অবস্হায়  ফিরিয়ে দেওয়ার জোর দাবী জানিয়ে প্রতিবাদ সভা করেছে ইলিয়াস আলী মুক্তি সংগ্রাম পরিষদ স্পেন ।
গত ৪ মার্চ মাদ্রিস্হ বাংলা টাউন রেষ্টুরেন্টের হল রুমে সংগঠনের আহবায়ক সানুর মিয়া সাদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদ খানের পরিচালনায় প্রতিবাদ সভায়  প্রধান অতিথি হিসাবে ব্ক্তব্য প্রধান করেন ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের সাবেক প্রতিষ্টাতা আহবায়ক ও সাবেক স্বেচ্ছাসেবক দল স্পেন শাখার সাধারণ সম্পাদক,বর্তমানে বিএনপি স্পেন শাখার সদস্য সচিব জনাব রিয়াজ উদ্দিন লুৎফর,  ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের সাবেক প্রতিষ্টাতা সদস্য সচিব ও সাবেক ছাত্র দল স্পেন শাখার আহবায়ক আবুজাফর রাসেল, যুব দল স্পেন শাঁখার  সিনিওর সহ সভাপতি কাজি জসিম, সংগঠনের যুগ্ন আহবায়ক আকাশ ফাহমিদ, শরিফ আহমেদ, আরাফাত আলামীন প্রমুখ 
বক্তারা বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসি শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা দেশ ও বহিবির্শ্বে  এক যোগে এ অবৈদ খুনি সরকারের পতনের গনআন্দোলন গড়ে তুলা হবে হুসিয়ারী উচ্চারন করেন ।

বক্তরা এম ইলিয়াস আলীর সংসদীয় নির্বাচনী আসনে সদ্য অনুষ্টিত উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান সহ প্যানালকে বিজয়ী করায় সকল সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জ্ঞাপন করেন । পরিশেষে দেশ ও জাতীর কল্যান কামনা করে বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: