সাইফুল আমিন,মাদ্রিদ : গত ৮ ই মার্চ রাত ৯ টায় মাদ্রিদের স্থানীয় একটি
রেস্টুরেন্টে ব্রাহ্মণবাড়িয়া স্পেন প্রবাসী সমিতির এক আলোচনা ও প্রস্তুতি সভা
অনুষ্ঠিত
হয়।
নিজেদের মধ্যে ঐক্য,শান্তি,সহযোগীতার
আস্থা নিয়ে, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান,বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মোঃ আব্দুল সাত্তার
এর সভাপতিত্বে ও সায়েম সরকার এর সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,মাহবুবুল
আলম বকুল,শামিম আহমেদ,সবুজ আলম,সাইফুল আলম সুহাগ,আবুল হুসেন,খবির উদ্দিন,কাজি আল মগীর,হাবিবুর
রহমান,মহিউদ্দিন,মোঃ নাহিদ,আবুল হুসাইন,এ কে আরাফাত,ইসমাইল মিয়া,হাবিব হুসাইন সহ আর ও অনেকে।
সভাপতি আব্দুর সাত্তার বলেন,আমরা ব্রাহ্মণবাড়িয়া
বাসি কিভাবে আগামী দিন গুলী সবাইকে সাথে নিয়ে আরও সুন্দর এবং একে অন্যের পরিপুরক হয়ে চলতে পারি সেই লক্ষ্যে
আজকের এই সভা,আমরা স্পেনে অবস্থান রত
ব্রাহ্মণবাড়িয়ার সবাইকে সমাজ এবং দেশের উন্নয়ন মুলক
কাজে সহযোগীতার হাত বাড়িয়ে দেবো। আলোচনা সভা শেষে সকলের মঙ্গল
কামনা করে
সভার সমাপ্তি ঘোষনা
করা হয়।
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments: