ইমদাদুর রহমান ইমদাদ, সিলেটঃ সিলেটের কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আল মিজানের মাতার মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। শোক জ্ঞাপনকারীগণ হলেন; কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, সিলেট জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক, সাতবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক মেয়র লুৎফুর রহমান, কানাইঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কলামিস্ট মহি উদ্দিন, কানাইঘাট নিউজ কম'র সম্পাদক মাহবুবুর রশীদ, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি ও প্রবীণ সাংবাদিক এম এ হান্নান, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ সভাপতি ও ফ্রান্স প্রবাসী সিনিয়র সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিম, ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস উদ্দিন, ইউপি সদস্য সাইদুর রহমান, আজমল চৌধুরী, মামুন রশীদ বাবুল, কানাইঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ আহমদ, নবাব চৌধুরী এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্টাতা ও লন্ডন প্রবসী আহমেদ ইকবাল চৌধুরী, সিলেট জেলা ছাত্রলীগের সহ সভাপতি হারুন রশীদ, লন্ডন মহানগর যুব লীগের অর্গানাইজেশন সেক্রেটারী খালেদ আহমদ শাহীন, বশির আহমদ হাই স্কুলের প্রধান শিক্ষক নুরুল আমিন, ঢাকনাইল সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি নুরুল আম্বিয়া, ঢাকনাইল মডেল কিন্ডার গার্ডেনের সাবেক প্রধান শিক্ষক ও আরব আমিরাত প্রবাসী ফয়জুল ইসলাম জাহিদ, সহ শিক্ষক ফখরুল ইসলাম, সিলেট জর্জ কোর্টের আইনজীবী এডভোকেট আব্দুস সাত্তার, এডভোকেট তাজ উদ্দিন মাখন, গোয়ালজুর আদর্শ তরুণ সংঘের সেক্রেটারি রোটারেক্টর আমিনুল ইসলাম, সাবেক ছাত্র লীগ নেতা ও ফ্রান্স আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক মহি উদ্দিন সুহেল, সাবেক যুবলীগ নেতা ও দুবাই প্রবাসী ফারুক আহমদ, যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের যুব প্রধান মোঃ মিনহাজুল আবেদিন, যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের জনসংযোগ ও পরিকল্পনা বিভাগীয় প্রধান আফজাল হোসেন তুহিন, রোটারেক্ট ক্লাব অব সিলেট গ্রীণ বাডস এর সভাপতি রোটারেক্টর মাহবুব কামালি, কানাইঘাট উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন উপজেলা শাখার সাধারন সম্পাদক সুহেল আহমদ চৌধুরী, সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম আব্দুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক রোটারেক্টর ইমদাদুর রহমান ইমদাদ প্রমুখ। 
পৃথক বিবৃতিতে এসকল মেয়র মাতার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, মেয়র নিজাম উদ্দিন আল মিজানের মাতা বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গত রাতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ......... রাজিউন)। তিনির নামাজে জানাযা আজ বুধবার বাদ যোহর কানাইঘাট দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। (বিজ্ঞপ্তি)।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: