লায়েবুর খান : এম.ইলিয়াস আলীকে নিয়ে কটুক্তি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ কাতালোনিয়া
গত ৮ই মার্চ সন্ধ্যায় জাতীয় সংসদে চতুর্দশ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদের একমাত্র নারী হুইপ মাহবুব আরা গিনি বক্তব্যের এক পর্যায়ে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী খোঁজ নেবেন কিনা, ইলিয়াস আলীরা সিরিয়ায় গিয়ে আইএসের যুদ্ধে অংশ নিচ্ছে, নাকি পাকিস্তানে গিয়ে তারা জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে। বিএনপির জাতীয় নেতা নিঁখোজ এম.ইলিয়াস আলীকে নিয়ে জাতীয় সংসদে উপরে উল্লেখিত কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ কাতালোনিয়ার নেতৃবৃন্দ, ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের প্রতিবাদ বার্তায় বলা হয়, জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনি আপনাদের লজ্জা শরম থাকলে ইলিয়াস আলীকে নিয়ে কটুক্তি করতে পারতেন না। ইলিয়াস আলীর তুলনা শুধু ইলিয়াস আলী, ইতিমধ্যে ইলিয়াস আলীর জনপ্রিয়তার প্রমাণ পেয়েছে দেশ বিদেশের মানুষ। ইলিয়াস আলীর আকাশচুম্বী জনপ্রিয়তা এই বাকশালী শেখ হাসিনা সরকার মেনে নিতে না পেরে গুম নামক কারাগারে আটক করে রেখেছে, আর আজ ঐসব নির্লজ্জ নারীরা সৈরাচার হাসিনাকে সন্তুষ্ট করতে ইলিয়াস আলীকে জঙ্গি, আইএস বানাচ্ছেন ওরা? আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, এবং ইলিয়াস আলীকে নিয়ে বাজে মন্তব্যের জন্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্যে বলছি, এবং অবিলম্বে ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার উদার্থ আহবান জানাচ্ছি!!
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: