লায়বুর
খাঁন : স্পেনের বার্সেলোনায়
সুনামগঞ্জ প্রবাসিদের সংগঠন ‘ সুনাম গঞ্জ কুলতুরাল
এসোসিয়েশন এন কাতালোনিয়া‘র
নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনকে ঘিরে স্থানীয় প্রবাসিদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
বিরাজ করছে। আজ স্থানীয় সময় সকাল ১০ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
এ নির্বাচনে
মনোয়ার-হারুন-স্বপন-নজরুল ও কবির-আবির-কামাল-আসিদুর এ দু‘টি প্যানেল প্রতিদ্বন্ধিতা করছে।
নির্বচান কমিশনার আবু ইউসুফ সুষ্ঠুভাবে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে বলে জানিয়েছেন।সুনাম গঞ্জ কোলতোরাল এসোসিয়েশন বিগত দিন থেকে তাদের পুরাতন কমিটির উপর অনেকের মনোমালিন্য থাকলে ও
দেখা দেয় ৩টি কমিটি ।
এমতাবস্হায় সুশীল সমাজের দৃড়তায় সকলে
ঐক্য বজায় রাখার জন্য ২মাস পূর্বে কাতালোনিয়ায় বসবাসরত সুনামগঞ্জ জেলার বাসী সহ
৩টি কমিটি একত্রিকরন করার লক্ষ্যে ১০
সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়
। আবু ইউসুফকে প্রধান করে ১০ সদস্য কমিটির মধ্যে ছিলেন,আলতাফ হোসেন,বদরুল আলম জিয়া,আরশ
আলী,ফটিক মিয়া, আল মামুন লাভু,আব্দুল হান্নান,দারা মিয়া,আব্দুল গনি,আবু তালেব ।
শত জল্পনা কল্পনা পেরিয়ে উপদেষ্টা পরিষদের সার্বিক তত্বাবধানে নির্বাচন দিয়ে সুষ্টু কমিটি গঠন করার প্রক্রিয়া শুরু হয় । প্রধান উপদেষ্টা আবু ইউসুফকে প্রধান করে ৩সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটি গঠন করা হয় । বাকি ২ জন হলেন,আল মামুন লাভু,দারা মিয়া । নির্বাচনী তফসিল ঘোষনা করা হলে বিভিন্ন প্যানাল নাম আসলেও ২টি প্যানাল স্হায়ী হয় ।প্যানাল ২টি হলো মনোয়ার-হারুন-স্বপন-নজরুল ও কবির-আবির-কামাল-আসিদুর । প্রতি প্যানালে সভাপতি,সাধারন সম্পাদক,সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদকের পদ নিয়ে প্যানাল গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয় ।বাকি পদ গুলো নির্বাচিত কমিটি আলোচনা সাপেক্ষে গঠন করবে ।
ভিডিও দেখতে ক্লিক করুন :
Post A Comment:
0 comments: