আমিনুল ইসলাম,কাতার প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম
ও কর্মসংস্থান মন্ত্রানালয়ের সনিয়র সচিব মিকাইল সিপারকে কাতার আগমনে সংবর্ধনা
দিয়েছে ভাটেরা ও ভুকশিমইল ইউনিয় কাতার প্রবাসীরা।
এস,কে
লোকমান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ফয়েজ উদ্দিন আহমেদ। এতে
বক্তব্য রাখেন ফজলুল করিম, আব্দুল কাদির খান,মুজিবুর রহমান তালুকদার, আব্দুস শহিদ, রিয়াজ তালুকদার, আলাল খান, মতিলাল বিশ্বাস, আব্দুর রহিম, শাহা আমির উদ্দিন, তুষার, কপিল উদ্দিন ও বদরুল ইসলামসহ আরো অনেকেই।
প্রধান অতিথি তার বক্তব্যে
বলেন,আপনাদের জন্য দেশের অর্থনীতি অনেক এগিয়েছে।প্রবাসীদের
শ্রমের মাধ্যমে দেশ আজ অর্থনৈতিক সমৃদ্ধির পথে।
এজন্য জাতি আজ গর্বিত।বিদেশ থেকে
পাঠানো রেমিটেন্স দেশের জন্য বিশেষ তাৎপর্য বহন করে।উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের
বুকে মাথা উচুঁ করে দাড়িয়েছে বাংলাদেশ।সেই সাথে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করে
প্রবাসী বাঙ্গালীদের কাজ করার আহবান জানান।
Post A Comment:
0 comments: