মোঃ কামরুজ্জামান, ফ্রান্স : ফ্রান্সের
রাজধানী প্যারিসে গতকাল দুপুর ১২.৩০ ঘটিকার
সময় উত্তর প্যারিসের শহরতলী ও বাংলাদেশী অধ্যুষিত এলাকা Gare de Garges – Sarcelles, Paris এর নিকটে সার্খসেল এলাকাতে
ফ্রান্স প্রবাসী বাংলাদেশী
রুহুল আমিন সন্ত্রাসীদের
গুলিতে গুরুতর আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে আহতের বাসায় লিফটের কাছে। ঘটনার সময় তিনি বাসায় ফিরলে লিফটের
নিকট আগে থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা তার কাছ থেকে চাঁদা দাবী করে, রুহুল আমিন চাঁদা দিতে
অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে পরপর চার রাউণ্ড গুলি করে । গুলিতে
মুহূর্তেই রুহুল আমিন মাটিতে লুটিয়ে পড়লে প্রতিবেশীরা ইমারজেন্সি নাম্বারে ফোন করে। দ্রুত এম্বুলেন্স
এসে মুমূর্ষু অবস্থায় তাকে রক্ষা করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আহত রুহুল আমিন
প্যারিসের CENTRE
HOSPITALIER DE GONESSE এ চিকিৎসাধীন আছেন। রুহুল আমিনের বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ
জেলার ছাতক উপজেলায়।![]() |
ছবি সংগ্রহ ফেইসবুক । |
ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের
দাবী, ফ্রান্স প্রশাসন যেন
এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা
করেন।
Post A Comment:
0 comments: