সেলিম আলম,মাদ্রিদ : বাংলাদেশে
নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন যেমন অত্যাবশ্যক তেমনি অবাধ সুষ্ট নির্বাচন ,জনগনের ভোটাদিকার প্রয়োগ ও
গণতান্ত্রিক প্রক্রিয়াকে পুনঃ প্রতিষ্টা করতে সকল দলের অংশ গ্রহন খুবই প্রয়োজন,
ভয়েছ ফর বাংলাদেশ স্পেইন এর আয়োজনে '' নিরপেক্ষ
নির্বাচন ও আগামীর বাংলাদেশ '' শীর্ষক সেমিনারে বক্তারা এ
কথা বলেন ।
গত ২২ মার্চ মাদ্রিদের স্থানীয় একটি হলে অনুষ্টিত সেমিনার সংগঠনের
আহবায়ক সেলিম আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব
আবুজাফর রাসেলের পরিচালনায় অনুষ্টিত হয় । সভায় প্রধান অতিথির আলোচনা
রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব ও বাংলাদেশ কালচারাল এসোসিয়েশনের সভাপতি খুরশেদ আলম
মজুমদার, তিনি বলেন বাংলাদেশকে স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্টা করতে রাজনৈতিক
স্থিতিশীলতার প্রয়োজন আর সেজন্য আগামী নির্বাচন হতে হবে স্বচ্ছ ও নিরপেক্ষ ,অনুষ্টানের প্রধান আলোচক সাংবাদিক মিনহাজুল আলম মামুন বলেন দেশে আইনের
শাসন এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্টার পাশাপাশি বাক ও ব্যক্তি স্বাধীনতা
নিশ্চিত করতে আমাদের ভুমিকা রাখতে হবে, বক্তব্য রাখেন রিয়াজ
উদ্দিন লুতফুর, ইসলাম উদ্দিন পঙ্কি,আবু সায়েম মিয়া, কাজী আলমগীর,সায়াদ মিয়া প্রমুখ। তারা আশা প্রকাশ করেন দেশে গনজাগরন সৃষ্টি হবে এবং
গনতন্ত্র মুক্তি পাবে। সেমিনারে উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেসক্লাবের সহ সভাপতি
জাহিদুল আলম মাসুদ, কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ মাসুদুর
রহমান নাসিম, মোজাম্মেল হুসেন,হাবিব
আলী,দিদারুল কারিম, আব্দুল
মোতাল্লিব বাবুল, জাকির হুসেন চৌধুরী,আমিরুল ইসলাম, নজরুল ইসলাম সহ অনেকে।
সভাপতির বক্তব্যে সংগঠনের
আহবায়ক সেলিম আলম বলেন যোগ্য এবং সৎ সাহসী লোকের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা
হলে দেশে একটি নিরপেক্ষ নির্বাচন জনগন আশা করতে পারেন, আর
গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকলে দেশ অ জাতির কাছে জবাবদিহিতা ও থাকবে।
Post A Comment:
0 comments: