লায়বুর খান : বাংলা গণমাধ্যমে প্রতিনিধিত্বশীল সংগঠন স্পেন বাংলা প্রেসক্লাব এর নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
গত ২৬ ফেব্রুয়ারি পর্যটন নগরী বার্সেলোনার সেন্ত্র সিভিক হলে রাত ৮টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার।

                 প্রধান অতিথিকে ফুল দিয়ে স্বাগত জানায় বার্সেলোনা বাংলা স্কুল 
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
সংগঠনের সভাপতি সাহাদুল সুহেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফাজ জনির পরিচালনায় অনুষ্ঠিত এ অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বলেন, স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্যগণ পারস্পরিক ঐক্য বজায় রেখে দেশপ্রেমের চেতায় উদ্বুদ্ধ হয়ে সৎ,নিরপেক্ষ,বস্তুনিষ্ঠ, সৃজনশীল এবং তথ্য নির্ভর সংবাদ উপস্থাপন করলে সংশ্লিষ্ঠরা উপকৃত হবেন। সাংবাদিকরা ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রবাসেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


স্পেন বাংলা প্রেসক্লাবের ১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন সভাপতি সাহাদুল সুহেদ (চ্যানেল আই),সিনিয়র সহ সভাপতি বনি হায়দার মান্না (এটিএন বাংলা),সহ সভাপতি জাহিদুল আলম মাসুদ (প্রথম নিউজ,প্রবাস কথা),সাধারণ সম্পাদক আফাজ জনি (চ্যানেল এস, যমুনা টিভি),সহ সাধারণ সম্পাদক সেলিম আলম (বাংলা টিভি),
সাংগঠনকি সম্পাদক লোকমান হোসেন (বাংলা টিভি,এসএ টিভি),কোষাধ্যক্ষ ফয়জুল হক রানা (এনটিভি), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শিপলু নিয়াজী (এসবিএন),ক্রীড়া সম্পাদক জাফরুল ইসলাম (এনটিভি),সাহিত্য সম্পাদক জামিলা করিম (এসবিএন),মহিলা সম্পাদক তারিনা জামান খান কাকন (ভোরের কলাম),প্রচার সম্পাদক লায়েবুর রহমান (জনপ্রিয়),কার্যকরী সদস্য মিরন নাজমুল (জাগোনিউজ ২৪,বাংলাভিশন),তুতিউর রহমান (দিনকাল),কবির আল মাহমুদ (প্রবাসের নিউজ),
সাইফুল আমিন (পিটিভি) ও মোশতাক আলী (বাংলা কাগজ)। উপদষ্টো মন্ডলীতে রয়েছেন রিয়াদ আহাদ,নুরুল ওয়াহিদ ও মিনহাজুল আলম মামুন। নতুন কমটির সদস্যদের প্রধান অতিথি রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার ফুল দিয়ে বরণ করে নেন।

অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও হেড অব চ্যান্সেরি এম হারুন আল রাশিদ,কমার্সিয়াল কাউন্সিলর মোহাম্মদ নাভিদ শাফিউল্লাহ, বার্সেলোনায় বাংলাদেশের অনারারি কাউন্সিলর রামন পেদ্র। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইংল্যান্ডের কমিউনিটি ব্যক্তিত্ব এম জাকির হুসাইন (ম্যানেজিং ডাইরেক্টর,জেড এইচ প্লাষ্টিক লিঃ) ,
সুরুজ্জামান জামান(বাংলা কাগজের উপদেষ্টা,সভাপতি,এসোসিয়েশ কোলতোরাল দে বাংলাদেশ  এন কাতালোনিয়া,সভাপতি,বার্সেলোনা শাহজালাল জামে মসজিদ),মাহারুল ইসলাম মিন্টু (সভাপতি,এসোসিয়েশন কুলতুরাল ই উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়া,সদস্য,অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন),
মুক্তিযোদ্ধা আলাউদ্দিন হক
নেছা(সভাপতি,বার্সেলোনা বাংলা স্কুল ) ,জয়নাল ইসলাম (ইংল্যান্ড বাংলা মেলার সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা ইউকে প্রতিনিধি),রিয়াদ আহাদ(বাংলা কাগজের নির্বাহী সম্পাদক),নুরুল ওয়াহিদ (৭১ টেলিভিশনের ইউরোপ প্রতিনিধি),মিনহাজুল আলম মামুন (বাংলা ভিশনের স্পেন প্রতিনিধি), আব্দুর রহমান (যুগ্ম সম্পাদক, স্পেন আওয়ামীলীগ),আবু জাফর রাসেল (সদস্য,স্পেন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি)
স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন মুক্তার আহমেদ
(সহ সভাপতি,এসোসিয়েশন কোলতোরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়া),জাহাঙ্গীর আলম (সাধারণ সম্পাদক, কাতালোনিয়া আওয়ামীলীগ),শফিকুর রহমান(আওয়ামীলীগ নেতা,ব্যবসায়ী),
শাহ আলম স্বাধীন
(সভাপতি, বঙ্গবন্ধু পরিষদ কাতালোনিয়া ),শফিউল আলম শফি (সভাপতি,বিএনপি কাতালোনিয়া),আব্দুল বাছিত কয়ছর (উপদেষ্টা বাংলা কাগজ),
লুৎফুর রহমান সুমন
(যুগ্ম সম্পাদক, এসোসিয়েশ কোলতোরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়া ),আবুল কালাম আজাদ(সাধারণ সম্পাদক,গ্রেটার সিলেট এসোসিয়েশন শান্তাকলমা ),
আজমান আলী
(সাধারণ সম্পাদক,বিএনপি কাতালোনিয়া) ,খোরশেদ আলম বাদল(কমিউনিটি নেতা),আমীর হোসেন আমু(সভাপতি,যুবলীগ কাতালোনিয়া),ফিক খান(সাংগঠনিক সম্পাদক,সোসিয়েশন কুলতুরাল ই উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়া,সদস্য,অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন),
মেহতাব হক
(সভানেত্রী,বাংলাদেশ মহিলা সমিতি,কাতালোনিয়া),খাদিজা আক্তার মনিকা(সাধারণ সম্পাদিকা,কাতালোনিয়া বন্ধুসুলভ মহিলা সংগঠন),মনিরুজ্জামান সুহেল(সাধারণ সম্পাদক,বঙ্গবন্ধু পরিষদ কাতালোনিয়া),খালেদুর রহমান(আওমীলীগ নেতা), মুজিবুর রহমান তুতা(সভাপতি,দিরাই এসোসিয়েশন বার্সেলোনা),মনোয়ার পাশা(প্রাক্তন সভাপতি,সুনামগঞ্জ কোলতোরাল এসোসিয়েশন ইন কাতালোনিয়া),
জাকির হোসেন
(সিনিওর সভাপতি,শরিয়তপুত কোলতোরাল এসোসিয়েশন এন কাতালোনিয়া),ফটিক মিয়া(সভাপতি,কমিউনিদাদ দে বাংলাদেশ এন কাতালোনিয়া),কবির উদ্দিন(বর্তমান সভাপতি প্রার্থী,সুনামগঞ্জ কোলতোরাল এসোসিয়েশন এন কাতালোনিয়া) প্রমূখ।

কমিউনিটির বিশিষ্ট জনের মধ্যে উপস্হিত ছিলেন,নবিনুল হক(উপদেষ্টা, এসোসিয়েশন কোলতোরাল ই উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়া),আওয়াল ইসলাম(উপদেষ্টা,এসোসিয়েশন কোলতোরাল ই উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়া),
উত্তম কুমার(সাধারণ সম্পাদক,এসোসিয়েশন কোলতোরাল ই উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়া),মেজবাউল হক,মোহাম্মদ জুয়েল আহমদ(সাধারণ সম্পাদক,বার্সেলোনা বাংলা স্কুল), শিমুল বিশ্বাস(সাধারণ সম্পাদক,পুজা দে ফিয়েস্তা কোলতোরাল এন কাতালোনিয়া),নুরুল ইসলাম(উপদেষ্টা,বিএনপি কাতালোনিয়া),
অসিম কুমার (সহ সভাপতি,পুজা দে ফিয়েস্তা কোলতোরাল এন কাতালোনিয়া),তৌফিকুজ্জামান সহজ(সাংগঠনিক সম্পাদক,কাতালোনিয়া আওয়ামীলীগ),জাকির ভুইয়া, মোহাম্মদ কামরুল  সহ আরো অনেকে ।  

অভিষেক অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুভ ও দীবার প্রাণবন্ত উপস্থাপনায় সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন
প্রবাসী কন্ঠশিল্পী বিউটি শীল ও বার্সেলোনার স্থানীয় শিল্পীবৃন্দ।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: