রনি মোহাম্মদ,পর্তুগাল : প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনদিনের সরকারি সফরে বৃহস্পতিবার সকালে জার্মানিতে আসছেন। জার্মানির মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণই এ সফরের উদ্দেশ্য। পাশাপাশি জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেলের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এমএসসি বিশ্ব নিরাপত্তা নিয়ে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে সম্মেলনের আয়োজন করে আসছে। বিভিন্ন দেশের প্রায় চার শতাধিক নীতি-নির্ধারক, সরকার ও রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, বিশিষ্ট ব্যক্তিত্ব, গবেষক, সিভিল সোসাইটি প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দেবেন।

আগামী শনিবার জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু, নিরাপত্তা ইস্যুতে আলোচনা হবে দ্বিপাক্ষিক বৈঠকে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মান সফর উপলক্ষে ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ জার্মান আসতে  শুরু করেছেন। আগামী ১৮ ফেব্রুয়ারী জার্মান আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর এক গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম  চৌধুরী সাবু ও সাধারণ সম্পাদক শেখ বাদল আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর গণ সংবর্ধনার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি স্মরণকালের একটি সুন্দর গণসংবর্ধনা অনুষ্ঠিত হবে। এছাড়া ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক এম এ গনি , যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হক, এম নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফারাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, ফ্রান্স আওয়ামী লীগ এর সভাপতি এম এ কাশেম, সাধারণ সম্পাদক মুজিবর রহমান, একাংশের সভাপতি মহসিন উদ্দিন লিটন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, অস্ট্রিয়া আওয়ামী লীগ এর সভাপতি হাফিজুর রহমান খন্দকার , সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ফিরোজ আহমেদ ,বেলজিয়াম আওয়ামী লীগ সভাপতি শহিদুল হক, সাধারণ সম্পাদক  জাহাঙ্গীর চৌধুরী রতন, হল্যান্ড আওয়ামী আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন তপন, সাধারণ সম্পাদক মুরাদ খান, ডেনমার্ক আওয়ামী লীগ এর সভাপতি ইকবাল হোসেন মিঠু, সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, ফিনল্যাণ্ড আওয়ামী লীগ এর সভাপতি আলী রমজান, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন, নরওয়ে আওয়ামী লীগ এর সভাপতি রুহুল আমিন মজুমদার  সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সুইডেন আওয়ামী লীগ এর আহবায়ক খেতু মিয়া, সদস্য সচিব লাভলু মনোয়ার, স্পেন আওয়ামী লীগ এর সভাপতি শাকিল খান পান্না, সাধারণ সম্পাদক জহিরুল নয়ন, রিজভি আলম পর্তুগাল আওয়ামী লীগ এর সাবেক সভাপতি রাফিক উল্লাহ, সাধারণ সম্পাদক শওকত ওসমান, সিনিয়র নেতা আবুল কালাম আজাদ, মজিবুর মোল্লা  গ্রীস আওয়ামী লীগ এর আহবায়ক রাকিব মৃধা, সদস্য সচিব মিজানুর রহমান, সুইজারল্যান্ড আওয়ামী লীগ এর আহবায়ক ইমরান খান মুরাদ, সদস্য সচিব এম রহমান, সাবেক সভাপতি জহির, সাবেক সাধারণ সমপাদক তাজুল ইসলাম, আয়ারল্যান্ড আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক বেলাল হোসেন, রফিক খান সহ আরো অনেকে।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: