লায়েবুর
খান : বিদ্যার দেবী শ্রী
শ্রী সরস্বতী পূজা পালন করেছে স্পেন প্রবাসী সনাতন ধর্মাবলর্ম্বীরা ।
গত ১লা ফেব্রুয়ারী পুজা দে ফিয়েস্তা কোলতোরাল দে বাঙ্গালী বার্সেলোনার স্হানীয় মন্দীরে
হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের
অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগণিত ভক্তরা । এসময়
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্হিত ছিলেন, রওনাথ চট্টপদ্যায়,সুভ্রত পাল,শিমুল
চৌধুরী,প্রদীব দেননাথ,রাধা বাবু,সজিব মার্থন,সন্কর দেবনাথ,সুভল সাহা প্রমুখ ।
ভক্তরা, অজ্ঞতার অন্ধকার দূর
করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানান। সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী সরস্বতী
সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও
সুরের অধিষ্ঠাত্রী।
Post A Comment:
0 comments: