সুফিয়ান আহমদ,বিয়ানীবাজার প্রতিনিধিঃ পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ
গ্রুপের নেতার উপর হামলা চেষ্টার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে বিয়ানীবাজারে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা ছাত্রলীগের স্বাধীন গ্রুপের কয়েকজন কর্মী বিয়ানীবাজার সরকারী কলেজ ক্যাম্পাসে পল্লব
গ্রুপের সিনিয়র নেতা জাফর আহমদের উপর হামলার চেষ্টা চালায়। এসময় উভয় গ্রুপের
নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে বিয়ানীবাজার থানা
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও উভয় গ্রুপের মধ্যে এখনো উত্তেজনা
বিরাজ করছে। যেকোন সময় উভয় গ্রুপ আবারো সংঘর্ষে জড়াতে পারে বলে আশংকা করা হচ্ছে।
তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
জানা যায়, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের পল্লব গ্রুপের সিনিয়র নেতা
জাফর আহমদ বৃহস্পতিবার দুপুরে বিয়ানীবাজার সরকারী কলেজে তাঁর বোনকে ভর্তি করতে
আসলে পূর্ব বিরোধের জেরে স্বাধীন গ্রুপের কয়েকজন কর্মী দেশীয় অস্ত্র নিয়ে তার উপর
হামলা চালায়। এ সময় ক্যাম্পাসে থাকা কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী জাফরকে হামলার হাত
থেকে রক্ষা করেন। বিষয়টি দ্রুত পল্লব গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা
কলেজ ক্যাম্পাসে এসে অবস্থান নিলে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা
ঘটে। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে, এঘটনার পর থেকে পৌরশহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজনা বিরাজ
করছে উভয় গ্রুপের মধ্যেও। যেকোন সময় উভয় গ্রুপ সংঘর্ষে জড়াতে পারে বলে আশংকা করা হচ্ছে।
তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান বিয়ানীবাজার
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে
এ ঘটনায় কোন অভিযোগ দায়ের হয় নি।
Post A Comment:
0 comments: