জনপ্রিয় অনলাইন ডেস্ক: সৌদি আরব প্রথম বারের মতো নারীদের জন্য জিম (ব্যায়ামাগার) স্থাপনের
অনুমতি দিতে যাচ্ছে। দেশটির রাজকুমারী লিমা বিনতে বানদার জানিয়েছেন, ফেব্রুয়ারির মধ্যই সব কয়টি জিমের লাইসেন্স প্রদান করা হবে।
নারীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রতিটি জেলায় জিম স্থাপন করার
পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির সরকার। ওজন কমাতে ও ফিটনেস ধরে রাখতেই কেবল এই জিমের
সুবিধা নেওয়া যাবে। এই জিমের সুবিধা নেওয়া যাবে। দৌঁড়ানো, সাঁতার ও দেহগঠন বাদে ফুটবল, ভলিবল,বাস্কেটবল ও টেনিস খেলার ক্ষেত্রে এই জিমগুলো
ব্যবহার করার সুযোগ থাকছে না।
এ বিষয়ে রিমা বানদার বলেছেন, সমাজকে
উপলব্ধি করানো আমার কাজ নয় বরং আমার কাজ হচ্ছে আমাদের মেয়েদেরকে স্বাস্থ্য সচেতন
জীবন ধারণ করতে সাহায্য করা। যার ফলে তারা কম পরিশ্রম বা অতিরিক্ত ওজনের কারণে
রোগাক্রান্ত হওয়া থেকে রক্ষা পাবে।
Post A Comment:
0 comments: