জনপ্রিয়
অনলাইন :
নবনির্বাচিত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমপিদের উদ্দেশে ভাষণ দেওয়ার যোগ্যতা রাখেন
না বলে মনে করেন ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার জন বারকো। ট্রাম্পকে ব্রিটিশ
পার্লামেন্টে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণের ঘোর বিরোধিতা করেছেন তিনি। আর কারণ
হিসেবে ব্রিটিশ পার্লামেন্টের ‘বর্ণবাদ এবং লিঙ্গবৈষম্য বিরোধী’ অবস্থানের কথা উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম
গার্ডিয়ান।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, কোনও বিদেশি নেতাকে পার্লামেন্টে ভাষণ দেওয়ার জন্য যে তিনজনের অনুমোদন প্রয়োজন, হাউস অব কমনসের স্পিকার তাদের একজন। অপর দু’জন হলেন পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের স্পিকার লর্ড ফওলার এবং পার্লামেন্ট ভবন প্যালেস অব ওয়েস্টমিনিস্টারের দায়িত্বে থাকা লর্ড গ্রেট চ্যাম্বারলেইন।
কিন্তু ট্রাম্পকে ব্রিটিশ পার্লামেন্টে দেখতে চান না বারকো। তিনি বলেন, ‘পার্লামেন্টে একজন বিদেশি নেতার ভাষণ দেওয়ার সুযোগটি স্বয়ংক্রিয় অধিকার নয়,বরং তা অর্জিত সম্মান।’
বারকো বলেন, ‘অভিবাসী নিষেধাজ্ঞার আগে থেকেই আমি পার্লামেন্টে ট্রাম্পের বক্তব্য রাখার বিরুদ্ধে ছিলাম। আর ওই নিষেধাজ্ঞার পর এখন আরও তীব্রভাবে ট্রাম্পের বক্তব্য রাখার বিরোধিতা করছি।’
এই ব্রিটিশ স্পিকার জানান, তিনি ট্রাম্পকে পার্লামেন্টের অন্য কোনও কক্ষেও দেখতে চান না। বারকো বলেন, ‘আমি ট্রাম্পকে পার্লামেন্টের রয়েল গ্যালারিতেও বক্তব্য রাখার আমন্ত্রণ জানাতে চাই না।’
/এফইউ/
Post A Comment:
0 comments: