সেলিম আলম,মাদ্রিদ : বাংলাদেশের শেরা ফুটবলার দের অন্যতম এক কালের মাঠ কাপানো তুখোর খেলোয়াড় স্পেন প্রবাসী প্রতিষ্টিত ব্যবসায়ী গ্রেটার সিলেট এসোসিয়েশন স্পেন এর উপদেষ্টা জালাল আহমেদ
যুক্তরাজ্য সফর উপলক্ষে দেশটির বিভিন্ন শহরে তার সন্মানে আয়োজন হয় সংবর্ধনা অনুষ্টানের , সমবেত হন সেকালের সিলেটের কৃতি ফুটবলার ও ক্রীড়া সংঠক সহ কমিউনিটি নেতৃবৃন্দ । অন্যান্য আয়োজনের মধ্যে অন্যতম লন্ডনের স্বাধ রেষ্টুরেন্টে তার সন্মানে বেতার বাঙলা ইংল্যান্ডের  সম্পাদক নাজিম চৌধুরীর সভাপতিত্বে এবং হাবিব এর তত্বাবদানে সভা পরিচালনা করেন আব্দুস সালাম
মাদ্রিদের বাংলাদেশ কমিউনিটির গর্ভ বিশিষ্ট  রাজনীতিবিদ গ্রেটার সিলেট এসোসিয়েশন স্পেনের সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম পঙ্কি সহ ইংল্যান্ডে বসবাসরত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফেরদৌস আহমেদ,ফুলাদ মিয়া, সাব্বির আহমেদ, মাহতাব আলী, আকেদ মিয়া, নজরুল ইসলাম, জয়নাল আবেদিন, সাহেদ মিয়া, আমির হামজা, বুরহান উদ্দিন, সুরত আলী, কামাল হুসেন, তারেক আহমেদ, আব্দুল কালাম, হাবিব আলী প্রমুখ।
দির্ঘ দিন পরে তাদের এই মিলনমেলা পরিনত হয়েছিল আনন্দ উৎসবে।বিদেশের মাঠিতেও সিলেট
দক্ষিন  সুরমার সন্তান জালাল আহমেদ একজন সফল ক্রীড়া সংগটক  হিসেবে দেশ প্রেম নিয়ে নতুন প্রজন্মের সাথে কাজ করে যাচ্ছেন ।তার এ দ্বারাবাহিকতা অব্যাহত রেখে প্রবাসে বেড়ে ওঠা কিশোরদের শারিরিক ও মানসিক ভাবে গড়ে তুলবেন, ভিন্ন সংস্কৃতির করাল গ্রাস থেকে তাদের রক্ষা করে দেশীয় সংস্কৃতি শিক্ষা দেবেন এমনটা প্রত্যাসা করেন বক্তারা ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে জড়ো হওয়া বন্ধু বান্দব সহ নেতৃবৃন্দের মধ্যে পাপু ,বুরহান,লুলু, রাসেল, টিটু , নওসাধ, ফরহাদ, হারুন, পারিস ছিলেন উল্ল্যেখযোগ্য।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: