আহমদ শাহজান বেলজিয়াম থেকে : ৫ই জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বেলজিয়াম বিএনপির পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে বেলজিয়ামের লিয়াজ শহরের স্থানীয় এক হলে।
সানুয়ার আলি সানুরের পরিচালনায় ফারুক আহমেদ রানার সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন বেলজিয়াম বিএনপি'র সাবেক সফল সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিটন। এতে কোরআন তেলাওয়াত করেন সানুর আলী, প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন বেলজিয়াম বিএন'পির লুৎফর রহমান মিলন, মনোয়ার হুসেন মুন্না,আসরাফ কিটু,শাহ্‌জাহান আহমেদ,তচু মিয়া,হাবিবুল ভুইয়ান সোহাগ,মাসুম,জুয়েল খাঁন,কবির উদ্দিন,মতিউর আহমেদ,নাজমুল আহমেদ,আলী মরতুজা,পলাশ,নিশাদ,ইমরান আহমেদ, খোকন,নয়ন,রেজু আহমেদ,পিয়াস,আজাহার বাবু,হুমায়ুন কবীর,কাঞ্চন,কাজী নুবিন,সোহেল,উবায়দুল হক,ইসমাইল,জসিম,আনোয়ার,শেখ শহীদ সহ আনেকেই। এতে বক্তারা বলেন দেশ আজ কঠিন সমস্যায় নিমজ্জিত, দেশের মানুষ বিনা ভোটে নির্বাচিত অবৈধ আওয়ামীলীগ সরকারের তাঁবেদারিতে আজ জিম্মি হয়ে আছে। দেশে আজ সাধারন জনগনের কোন নিরাপত্তা নেই,চলছে সরকারী দলের লোকদের হরিলুট। আওয়ামীলীগ ৫ই জানুয়ারি প্রহসন মূলক নির্বাচনের মাধ্যমে নিজের দলের লোকদের দিয়ে নির্বাচন করে আজ জনগনকে বন্দুকের নালায় রেখে জোর করে ক্ষমতায় বসে আছে।সেই নির্বাচন দেশের জনগন মানে নি।দেশের মানুষ আজ মুক্তি পেতে চায় স্বৈরাচারী সরকারের হাত থেকে।বেলজিয়াম বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন বেলজিয়াম বিএনপি বাংলাদেশের মানুষের পাশে থেকে অবিরাম অবৈধ সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে যাবে যতদিন পর্যন্ত নিরপেক্ষ ত্বত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়া না হবে। বক্তারা আরো বলেন গনতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য বেলজিয়াম বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিটন ভাইয়ের নেত্রিত্বে সব সময় একত্রে কাজ করে যাবে।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: