পর্তুগাল প্রতিনিধি : অল ইউরোপীয়ান বাংলা প্রেস ক্লাব এর সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল্লাহ সাক্ষাত করেন। এই সময় তারা রাষ্ট্রদূতের ৩ বছরের যৌক্তিক সাফল্য কথা রাষ্টদূতকে স্মরণ করে দেন। 

রাষ্ট্রদূতের ৩বছরের সাফল্য গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল পর্তুগালের রাজধানী লিসবনের প্রাণকেন্দ্রে স্থায়ী শহীদ মিনার স্থাপন ও পর্তুগালের ২য় বৃহত্তম শহর পর্তুতে আরও একটি স্থায়ী শহীদ মিনার স্থাপন।এছাড়াও স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের বিষয়ে পর্তুগাল সরকারের সাথে সমঝোতা স্থাপন।এরই মধ্যে বাংলাদেশের স্বপ্নদ্ৰষ্টা ও বাংলাদেশ নামের একটি রাষ্ট্রের জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতি লিসবনের বাংলাদেশী অধ্যুষিত এলাকায় স্থাপনের বিষয়ে পর্তুগাল সরকারের সাথে সমঝোতা স্বাক্ষর করেন এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর পর্তুগীজ ভাষায় রূপান্তরের জন্য প্রেস সেকশনে পাঠান যা এখনো প্রক্রিয়াধীন ,দ্রুত এর কাজ সমাপ্ত হলে পর্তুগালের সরকারী - বেসরকারী বিশ্ববিদ্যালয় প্রেরণের আনুষ্ঠানিক কার্য সম্পাদন। বাংলাদেশ ও পর্তুগাল সরকারের সাথে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে পর্তুগালের রাষ্ট্রপতির কাছে ইতিমধ্যে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির দাওয়াতপত্র পৌছিয়ে দেন। আগামী ১-২ মাসের মধ্যে পর্তুগালের রাষ্ট্রপতির নেতৃত্বে একটি ১৫-২০জনের একটি দল বাংলাদেশ সফর করবেন বলে তিনি মনে করেন। পর্তুগাল বাংলাদেশ দূতাবাসের ৩ বছরের কর্মজীবনে প্রবাসী বাংলাদেশীদের ভালোবাসা এবং সহযোগীতার জন্য পর্তুগাল প্রবাসী সকল বাংলাদেশীদের কৃতজ্ঞতাসহ ধন্যবাদ জানান।৫ই জানুয়ারী সর্বসাধারণের সাথে সাক্ষাৎকারের জন্য বিকাল ৩টা থেকে তিনি দূতাবাসে অবস্থান করবেন বলে জানান।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: