এনায়েত হোসেন সোহেল,প্যারিস,ফ্রান্স : আনন্দঘন আয়োজন আর জাঁকজমকের মধ্যে দিয়ে ফ্রান্সে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গত ২৮শে ডিসেম্বর  প্যারিসের মাক্সদর্মিতে ফ্রান্সে বসবাসরত সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করে। 

এ সময় আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রদলের সমাজসেবা সম্পাদক আশিকুজ্জামান আশিক এবং জেলা ছাত্রদল সদস্য জসিম আহমদের যৌথ পরিচালনায় এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রান্স বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল গাফফার,জেলা ছাত্রদল সদস্য মির্জা খালেদ, কয়েছ আহমদ, তোফায়েল আহমদ, সাজ্জাদ আহমদ, ফ্রান্স বিএনপির সদস্য জাকারিয়া আহমদসহ ছাত্রদল ও বিএনপির নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেফতার করে স্বৈরাচারী সরকার আজ পুরো দেশটাকে কারাগারে পরিণত করেছে। সরকার জনপ্রিয়তা হারিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা সাজিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখার অপচেষ্টায় লিপ্ত আছে। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করেছে আওয়ামীলীগ ।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: