বাহার উদ্দিন বকুল,জেদ্দা সৌদি আরব: গত ১৯শে জানুয়ারী জেদ্দায় একটি হোটেলে আয়োজিত বর্ষপূর্তি অনুষ্ঠানের শুরুতে কেক কেটে অনুষ্ঠানের সূচনা হয়।
এতে অংশগ্রহণ করেন জেদ্দা আরটিভি দর্শক ফোরাম সভাপতি,আলহাজ্জ আব্দুল মান্নান। জেদ্দা আরটিভি দর্শক ফোরাম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাভেল,আরটিভি জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল ও গাজী সাহেদ রতন এর পরিচালনায়,
প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ি ও রাজনীতিবিদ  এডভোকেট মাহমুদ হাসান শামিম । বিশেষ অতিথিগণের মধ্য ছিলেন, ইঞ্জিনিয়ার লেয়াকত,এম এ আজাদ চয়ন,ডাক্তার নুরুল ইসলাম,মীর মনিরুজ্জমান তফন,মোঃ সেলিম,আলমগির হোসেন,জাকারিয়া চৌধুরী,মামুন,জাহাঙ্গীর সরকার,মনোয়ার খান,আমজাদ হোসেন,সোহেল রানা,আসাদ হোসেন,আমিন খাদেম,ইমরান,আল আমিন,মহি উদ্দিন।
আলমগির হসেন আসাদ
,জামাল,সহ আরও অনেকে।
কর্মব্যাস্ততা শেষে প্রিয় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন বিভিন্ন শ্রেনী পেশার প্রবাসী বাংলাদেশী। এ সময় কেক কাটার পাশাপাশি প্রবাসীদের পছন্দের টেলিভিশন আরটিভির উত্তোরোত্তর সাফল্য কামনা করেন বিশেষ অতিথিগণ। আরটিভি দেশ এবং প্রবাসে সমান জনপ্রিয়। এই জনপ্রিয়তা ধরে রাখতে যারা প্রতিনিয়ত কাজ করছেন সেই কলাকুশলি ও এর সঙ্গে সম্পৃক্ত সকলকে প্রধান অতিথি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বাংলাদেশ থেকে টেলি-কনফারেন্সে শুভেচ্ছা বিনিময় করেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান এবং প্রধান বার্তা সম্পাদক লুৎফর রহমান।
সৌদিআরবের জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ড. নজরুল ইসলাম ও কাউন্সিলর আজিজুর রহমান শুভেচ্ছা বার্তায় বলেন, আরটিভি প্রবাসী সংবাদ অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রচার করে এবং তা ফেইসবুক পেইজেও নিয়মিত শেয়ার করে। আর এ কারনেই প্রবাসে আরটিভির জনপ্রিয়তা এতো বেশি। আরটিভির উত্তোরোত্তর সাফল্য কামনা করেন তিনি।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: