সেলিম আলম ,মাদ্রিদ : ডাফকো ভি আই পি গ্রুপ  বাংলাদেশের দারিদ্র ভিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং অসহায় মানুষের পাশে দাড়ানোর অঙ্গীকার নিয়ে কাজ করে যাবে,প্রবাসী বাংলাদেশী সহ বিভিন্ন দেশের কোম্পানীর জন্য এখনই বাংলাদেশে বিনিয়োগ করার উপযোক্ত সময়
ইউরোপ আমেরিকা সহ বিশ্বের বিভিন দেশে অবস্থানরত প্রবাসী ব্যবসায়ীদের নিয়ে গঠিত এ সংগঠনের ডিরেক্টরস বৃন্দ স্পেইন সফর উপলক্ষে তাদের সন্মানে গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেনের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা সভায় তারা এ কথা বলেন।
গত
 ১৫ই জানুয়ারী মাদ্রিদের স্থানীয় রেষ্টুরেন্টে অনুষ্টিত সভা গ্রেটার সিলেট এসোসিয়েনের কমিশনার কামরুজ্জামান সুন্দরের সভাপতিত্ত্বে এ সভা অনুষ্টিত হয় নিউ ইয়র্ক থেকে আগত মোহাম্মেদ মনসুর, ইউ কে থেকে নাসির উদ্দিন,আব্দুর রশিদ বাবুল,কামরান আলী এবং ফ্রান্স থেকে আগত অতিথি বৃন্দ এ অনুষ্টানে সংবর্ধীত হন
সচিব সিপার আহমেদ ও হুমায়ুন কবির রিগ্যানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কমিশনার আব্দুল মুজাক্কির,গ্রেটার সিলেটের সাবেক উপদেষ্টা বিশিষ্ট ক্রীড়া সংগঠক জালাল আহমেদ,বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক মিনহাজুল আলম মামুন,আব্দুল কায়ুম সেলিম, খালিকুজ্জামান কামাল,সাইফুল আলম, আমিনুল হক লুতফুর, আব্দুল হামিদ সঞ্জু, ইসলাম উদ্দিন পঙ্কি, সাংবাদিক বকুল খান ,আবু জাফর রাসেল,সাইফুল ইসলাম লিটন,সায়াদ মিয়া, প্রবাসী শিল্পী সুহেল, আলম, সহ বিভিন্ন আঞ্চলিক সংগঠনের  সভাপতি,সেক্রেটারি সহ কমিউনিটি নেতৃবৃন্দ।
সংবর্ধীত অতিথিদের ফুলের তুড়াদিয়ে বরন করেন দক্ষিন সুরমা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইন স্পেনের নেতৃবৃন্দ এ সময় বিশিষ্ট ব্যক্তি বর্গের মধ্যে উপস্থিত ছিলেন আসাদুজ্জামা রাজ্জাক, আব্দুল কায়ুম মাসুক, নুর মিয়া,রিয়াজ উদ্দিন লুতফুর, ফয়জুর রহমান বড় ভাই,ফয়সল ইসলাম,হাবিব আলী, আব্দুল মুতাল্লিব বাবুল, আবুল কালাম , ফজির আলী নাদিম প্রমুখ।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: